পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミvミ গোবিন্দ লীলামৃত । হয়। গোপাঙ্গন অঙ্গশোভাগণ উছলিলা । দেখিয়া গোবিন্দ চিত্তে বহু লোভ হৈল । অঙ্গনার বক্ষে শ্বেত চন্দনেরচয় । যমু নার জলে তার ধার। সদা বয়। গঙ্গ। আসি যেন যমুনাতে প্রবেশিলা । ভিন্ন ধারা হয়ে যেন পৃথক চলিল। নানাকেলী সৌভাগ্যতালম্বন কারণে। গঙ্গ আইল অনুমানি কৃষ্ণ পর শনে ৷ এইৰূপে কৃষ্ণ কৈল। জলেতে বিহার । উপরে লইয়া আইলা প্রিয়া পরিবার। সখীগণ মাঝে কেশ অঙ্গ মনোহরে । সূক্ষ্ম বস্ত্র পরিধান করিল। সকলে ৷ তবে বৃন্দাদেবী সব সঙ্গে কৃষ্ণ লৈয়। হেম মণ্ডপে আইলা আনন্দ পাইয়া । তার পূর্বে আছে মণিকুটিমা সুন্দর । তাহ লৈয় গেল পুষ্প শয্যার উপর। সেখানে আছয়ে মণি সম্পট অনেক। যার যে সম্প, ট তার নাম পরতেক । নিজ নিজ নাম দেখি সম্পুট লইলা। శా; খুলিয়। বেশ করতে লাগিল ৷ কম্প বৃক্ষ গণে সেই সম্পট জনমে । বৃন্দ আনি দিলা সেই রত্ব অভরণে ৷ চিত্র বস্ত্র আভরণ গন্ধ সুচন্দনে । তাম্বল কপূর নানা বর্ণক অঞ্জনে রাধাকৃষ্ণ নামাঙ্কিত রত্বের পেটার । তাতে যত অভরণ আগে আনি ধরি। গোবিন্দ উজ্জ্বল রসমূৰ্ত্তি মনোহর’। রতি পরিণ ত মূৰ্ত্তি রাধাদি সকল। এক আত্মা দেহ মাত্র डिब डिज्ञ इत्र । সম রূপ সম গুণ সম কলাময় ৷ দোহে দোহী প্রতি স্নেহ অঙ্গে উদ্বন্তন। তারুণ্য অমৃতে স্নান করে দুই জন। লাবণ্য রসেতে ভেল উজ্জল বরণ দোহে দোহা প্রতি প্রেম সৌন্দৰ্য্য করণ । অষ্ট সাত্বিকেত দোহে অঙ্গ সুচিত্রিত। স্তম্ভ আদি করি ভাব বর্ণক নিৰ্ম্মিত । কিলকিঞ্চিতদি ভাব বিংশতি প্রকার। মেীথ্য চকিত ভাব দোহে ৷ মত আর 11 নানাভাব অলঙ্কারে ভূষণ পরয় । তার আগে কিবা মানি ভূষণেরচয় ৷ মধ্যে