গোবিন্দ লীলামৃত। ミv○ হৈতে পরামৃত, যে হইল সদা করে পান। তাহার চরণ ཝུ་ཀཾ༽, আপন মস্তকে করি, তার পদজল করি পান । চৈতন্য দাসে র দাস, ঠাকুর শ্ৰীশ্ৰীনিবাস, অচার্য্যজা শ্ৰীল হেমলতা। তার পাদপদ্ম আশ, এযদু নন্দন দাস, আয়ুষ্ঠ প্রারুতে কহে কথ। । জয়ং রাধাকৃষ্ণ জয় ব্ৰজনন্দ। জয় জয় ব্ৰজনন্দ গোকুল আনন্দ । শ্রীরাধামাধব জয় রাধা দামোদর। জয় গান্ধৰ্ব্বিকা জয় রাধা গিরি ধর । জয় রাস বিলাসী ব্রজ ললনা নাগর । জয় রাস বিলানিনী রসিক শেখর। জয় নন্দসুত জয় বৃষভানু সুত৷ জয় ব্রজাঙ্গন গণ জয় শ্ৰীললিত৷ জয় বিশাখিক-জয় রাধা সখীবৃন্দ। শ্ৰীমদন গোপাল জয় ত্রীরাধা গোবিন্দ। জয় বৃন্দাবন জয় ব্ৰজবাসী গণ শ্ৰীগোপীনাথ জয় ব্রজেন্দ্র নন্দন রাধিক মাধব জয় নিত্য সুখানন্দ ৷ জয় রাধাকৃষ্ণ লীলা স বর্ণানন্দ কন্দ ৷ শ্ৰীৰূপ শ্ৰীপাদপদ্ম বন্দনা করিয়া । লিখিল গে। বিন্দ লীল। আনন্দিত হৈয় ৷ এই ত কহি ল লীলা গোবিন্দ বিলাস । নিতি নব নব লীলা সৰ্ব্ব মুখাবাস ॥ রজনী দিবসে এই লীলার সাগর । মগন আছেন কৃষ্ণ আমন্দ অন্তরে । শ্ৰীকৃষ্ণ দাস গোসাই কবরাজ দয়াবান। রূপাকরি লীলা প্রকাশিল অনুপাম । চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রকাশিয় । জীব উদ্ধা রিলা মস্তি করুণা করিয়া ৷ এগোবিন্দ লীলামৃত নিগূঢ় ভা গুরি। তাহ উঘাড়িয় দিলা কি কৃপা তোমার । কৃষ্ণ কর্ণামৃত ব্যাখ্যা কেবা তাহ জানেন তাহার নিগূঢ় কথা কৈলা প্রক টনে । তিন অমৃতে ভাসাইল এতিন ভূবন । তোমার চরণে তেই করিয়ে স্তবন। তোমার চরণে করে। দণ্ডবং নতি মোর অপরাধ না লইবেশুদ্ধমতি । নাবুঝি তোমার মৰ্ম্ম কি লিখিন্তু
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।