९8 গোৰিন লীলামৃত। কেলি চঞ্চল হইয়া । বনে২ভ্রমণ কৃষ্ণ ফুল উঠাইয়া । কুঞ্জের ভিতরে কত করে নানা খেলা । আমার নিষেধ কথায় হাসে করি হেল । এমত বচন কৃষ্ণ শুনিয়া সকল । মা তার আগে করে বাল্য প্রকাশের ছল ৷ ঈষৎ হাসিয়া যত্নে চক্ষু প্রকাশয় । পুনঃচক্ষু মেলে পুনঃ নিদ্রালস হয় । তবে পেীর্ণমাসী শুনি ব্ৰজেশ্বরী বাণী । দেখি কৃষ্ণে বাল্য চেষ্টা মনে অনুমানি ॥ব্রজে শ্বরীর ভাবান্তরাচ্ছাদন করিতে। হাসি পৌর্ণমাসী কিছু লাগিল কহিতে। নিরন্তর সখা সঙ্গে বিহার করিতে। শ্রান্ত হয়ে সুয়ে আছে এইত প্রভাতে ॥ তাহাতে তোমারে তার কিবা দিব দোষ । কিন্তু তোমার দরশনে সবার সন্তোষ ধেনুগণ দুগ্ধ ভরে স্তনে পায় পীড়া। ভূষিত আছয়েবৎস ত্যজি নিজ ক্রীড়া সঙ্কর্ষণ অঙ্গনেতে সখীগণ লঞা। আছয়ে তোমার সবে মুখ নিরথিয় । অতএব উঠ কৃষ্ণ গোদোহন কাল। জাগিয়া করহ যত প্রাতঃ কৃত্য আর ৷ এইমত কত কব প্রণয় বচনে জাগ ইলা কৃষ্ণচন্দ্রে উঠিল। তখনে ৷ দুই হস্তে মষ্টি বান্ধি অঙ্গ বিমোড়ন। রসালস অঙ্গ করে जूडा বিসর্পণ দশনাংশু যেন চন্দ্র চন্দ্রিকামোহন। নুতন তমাল তনু মদন মোহন ৷ পাল ঙ্কের একদিগে বসিলেন আসি। পদাজ যুগল তন্ত্র পৃথিবী পর শি 1 জম্ভ বিসর্পণ করে গদাদ বচন। যোড় হন্তে কৈল পেীর্ণ মাসীকে বন্দন ॥এলাইল কেশ মঞ্জ,অঞ্জনের পুঞ্জ। খসিল কুসুমাবলি সব মনরঞ্জ ॥ স্নেহভরে ব্রজেশ্বরী সেইত কুন্তল । সম্বরণ করি বান্ধে ফুটা মনোহর নিকটে স্বর্ণের ঝারি জল e. সুশীতল মুখ প্রক্ষালন কৈল আনন্দ অন্তর। মাতা নিজ পট ফলে বদন মুছল অলসে ঘূর্ণিত চকু দেখি সুখ পাইল ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।