গোবিন্দ লীলামৃত । ২৫ মধুমঙ্গলের কর ধরি বাম করে । ডাহিনে ধরিল বংশী অতি মনোহরে ৷ মাতা পৌর্ণমাসী,সঙ্গে শয্যালয় হৈতে। অঙ্গনে আইল কৃষ্ণ অতি হরবিতে ॥দেখি সখীগণ সব আইল ধাইয়া কৃষ্ণায় পরশ কৈল হরষিত ইঞা H কহে আসি কর স্পর্শে কেহত পটান্ত । কেহ অঙ্গ স্পর্শে কে দর্শনে সুশান্ত ॥ প্রেমোৎসাহ সবাকার প্রফুল্ল বয়ান । এই মত বেঢ়িল সখt কমল নয়ান ৷ ব্ৰজেশ্বরী কহে কৃষ্ণ গোষ্ঠকে যাইঞা । তৎ কাল আইল ঘরে গাৰী দোহাইঞা ৷ কৃষ্ণ কহে শীঘু মাতা আসিতেছি ঘরে । এ কহি সখা সঙ্গে নানা লীলা করে । এত বলি ব্রজেশ্বরী গেলা নিজ ঘর । পৌর্ণমাসী কৃষ্ণ লঞা গেলা নিজ স্থল। তবে কৃষ্ণ সখা সঙ্গে গাৰী দোহাইতে গোষ্ঠ কে চলিলা কৃষ্ণ অত্যন্ত ত্বরাতে ৷ কহিতে লাগিল কিছু মধু মঙ্গল সে বটু ৷ পরিহাস করে সেই বাক্য অতি পটু ৷ গগণে ঘটনা কৈল নয়ন যুগল। কহে কৃষ্ণ দেখ আর মস্তুত সকল। আকাশ দীঘিতে সব তার মৎস্যগণ । আদিত্য কৈৱৰ্ত্ত তার করিতে বন্ধন। কিরণের জাল যবে প্রসারণ কৈল । সঙ্কোচ পাইয়। তার মৎস লুকাইল । আর দেখ সূৰ্য্য ব্যাধ মৃগের কারণে । জাল পেলাইল সেই আপন কিরণে ॥ তাহা দেখি চন্দ্র নিজ মৃগ তারা হৈতে প্রবিষ্ট হইল গিয়া পৰ্ব্বত গুহাতে আর এক আশ্চৰ্য্য দেখি চমৎকার হৈল আকাশ রমণীগর্ভে চন্দ্র নিকলিল ৷ অঙ্গের ভূষণ তারা তেজিল এখন । কপোত ফুৎকৃতি ছলে করয়ে ক্ৰন্দন ৷ শুন চন্দ্রমুখ তোমার চন্দ্র মুখ হের আকাশ তেজিয়া চন্দ্র গেল গিরোদার । চন্দ্ৰ তুচ্ছ በ © I}
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।