পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। ২৯ করিল জিহ্ব। কৃষ্ণ সুখকারি । সুবর্ণ ভূঙ্গার জল দাসীগণে দিল গণ্ডুষেগণ্ডষে মুখ প্রক্ষালন কৈল ॥মূক্ষ্ম জলবাসে মুখ মাজন করিল। স্নান যোগ্য বস্ত্র তবে পরিধাম কৈল ॥ স্বর্ণ কুম্ভ পুর্ণ জল সুগন্ধি শীতল। স্নানবেদী বেঢ়ি তাহ আছে বহু তর । মণিবেদী উপরে মছ কাঞ্চন আসন । তাহার উপরে সূক্ষ্ম মঞ্জল বসন ॥ তাহাতে বসিল গিয়া রাধা সুনয়নী । স্নান যোগ্য দ্রব্য ধরে পরিজনে আনিসুগন্ধা নলিনী নাম নাপিতের কন্যা । মদন উদ্বর্তন কেশ সংস্কারে ধন্য। ॥ নারায়ণ তৈল অঙ্গে মৰ্দ্দন করিল । অতি স্নিগ্ধ উজ্জ্বল উদ্বর্তন দিল । আমলকী সুগন্ধে কৈল কেশের সংস্কার। ক্ষালন করিতে পুনঃ দিল জলধার সূক্ষ্ম বস্ত্র দিঞ্চ জল ঘুচাইল তার। এই ৰূপে উজ্জ্বল কৈলা কেশের সংস্কার। মন্দ গন্ধ সুবাসিত জলকুন্ত শ্রেণী। জল পূর্ণ স্বৰ্ণঘট সখীগণে আনি ৷ সেই জল লঞt সবে স্নান করাইল । প্রত্যঙ্গ গামছা দিঞা অঙ্গ মোছাইল । অতি সূক্ষ্ম জলবাসে দেশ সম্মাজিল। সূক্ষ্ম শুদ্ধবন্ত্র তবে পরি ধান কৈল ॥ ভূষণ বেদীরোপার আসিয়া বসিলা । প্রভাত কালের যোগ্য ভষা সখী কৈলা ৷ তরুণ বয়েস অঙ্গ অনঙ্গ মোহন ভাব হাব অলঙ্কারে শ্ৰীঅঙ্গ শোভন ॥ স্বস্তিদাক্ষ নাম রত্ন কাকই লইঞা । ললিতা করয়ে বেশ্ন কেশ বিনাইয়া । ধপ ধুম দিঞা সেইকেশ শুকাইল । স্নিগ্ধ মুকুঞ্চিত কেশ সুগ سمهندسیس - " # یا به ع ন্ধিত কৈল । সহজে সুগন্ধি কেশ অগুয়ের গন্ধ । তাহাতে দিলেন আর অনেক সুগন্ধ । বেণী বনাইঞা দিল শঙ্খচূড় মণি । কালসৰ্প ফণে যেন শোভে দিব্য মণি ॥ বকুলের দিব্য মালামুকুতার মালা। তাভেদিল যেন ভৈল ত্রিবেণীর মেলা ।