\So গোবিন্দ লীলামৃত। সমষ্টি করিয়া পুনঃ স্বর্ণস্থত্র দিঞা। মূলেতে বান্ধিল পট জাদতেতে দিয়া। সূক্ষ্ম রক্তবস্ত্র ধুনী ভিতরে পরিল । তাহার উপরে নীল বসন ধরিল ৷ ভ্রমরের বর্ণ বস্ত্র অতি সূক্ষ্মতর । মেঘাম্বর নাম তার অতি মনোহর ৷ আশ্চর্য্য কোচার শোভা নাহিক উপমা। যে শোভা দেখিতে লাজ পায় ব্রজরাম৷ সন্ম, fষ্ট করিয়া মধ্যে স্বর্ণসূত্র দিঞা । রক্তপট জাদ দিন সূ ছান্দ করিয়া। স্বর্ণসূত্রে করিমাণ কিঙ্কিণীর জাল। রত্ন বন্ধ জাল তাতে শোভয়ে বিশাল । নিতম্ব দেশেতে তার করিল যোজনা যে শোভা হইল তার নাহিক উপমা, । চন্দন কপূর আর অগুরু কাশ্মীর । পঙ্ক করি লয় আইলা বিশাখ। স ধীর । পৃষ্ঠে বক্ষে বাহু আর কুচযুগ দেশে। লেপন করিল সেই পরম হরিষে ; উরজের দুই পাশে মৃগ মদ চিত্র । লিখিয় দেখেন শোভা পরম বিচিত্রকন্তুরীর পত্রাবলি লিখন কপোলে সঙ্গ র সিন্দুর বিন্দুরচিলেক ভালে। তার তলে চন্দনের বিন্দু যে রচিল। তার মধ্যে পুনঃ কস্তুরীরবিন্দু দিল ; কামযন্ত্র নাম সেই ললাটে তিলক । তাহ দেখি কৃষ্ণ হয় সৰ্ব্বাঙ্গে পুলক ৷ শিথির উপরে দিল সিন্দরের রেখা। মদন কাপুনি কিবা নবঘন লেখা ৷ তবে চিত্র ঠাকুরাণী রাই বক্ষস্থলে । লিখিল আশ্চর্য চিত্র বক্ষের. উপরে । পুষ্পগুচ্ছ ইন্দরেখা নবীন পল্লব লিখিল আশ্চৰ্য্য চিত্র পদ্ধ আদি সব । মীন পুষ্প পল্লব আর নবচন্দ্র রেখা । কন্দৰ্পের বাণ গুণ ধনুকের দেখা । রাধিকার ধনু ভঙ্গির তরাসে । কাম নিজ বাণ খুইল ধনী কুচ কোষে ॥ রক্ত বস্ত্রে মুক্ত রচিত অনেক রতন । দিব্য চণি দিল কুঁচে করিয়া যতন ৷ ইন্দ্র ধনু প্রায় সেই সুবর্ণ
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।