গোবিন্দ লীলামৃত ! Nご〉 পৰ্ব্বতে। রক্তসন্ধ্য আসি যেন করিল উদিতে। সুবর্ণের তাল পত্র বলয় করিঞা । কৰ্ণে দিল নীলমণি পুষ্প তাতে দিঞl it আশ্চৰ্য্য তাড়ঙ্ক তার কি কহিৰ শোভা । স্বর্ণপক্ষ কলিতে যেন মধুকর লোভা । সুবর্ণের চক্রি উদ্ধৃ শ্রবণেত দিল। প্রভাতের সূৰ্য্য যেন উদয় করিল। চতুদিগে মুক্ত তারমধ্যে নীলমণি। রত্ন মণি উপরে শোভে হীরার সাজনি আশ্চৰ্য্য শলাকা শোভে কহিল না হয় । যাহা দরশনে কৃষ্ণের মনে উল্লাসয় । তবেত বিশাখা আনি মৃগ মদ বিন্দ, চিবুকেতে দিঞা হেরে রাই মূখইন্দু, কি কহিব সেই শোভা অতি মনোহর। স্বর্ণ পদ্ম দল আগে যৈছে মধুকর ৷ সুবর্ণ বেসরে শোভে মকুতার ফল নাসা অগ্রভাগে সেই করে ঝলমল ৷ বোট সঙ্গে শুক মুখে নেয়ালের ফল। ঐছন যেমন তেন নাসার উপর। সুদীর্ঘ নয়নে দিল দলিত অঞ্জন ৷ কি কহিৰ সেই শোভ। অতি মনোরম ৷ কৃষ্ণ মুখচন্দ্র শুধা পানের লালসা 1চকোরী রহুিল যেন করি বহু আশা নিৰ্ম্মল স্বর্ণের পাতি বিশাখ আনিয়া। রাধিকার কণ্ঠে দিল প্রকষ্ঠ ঢাৰিয়া। হার করে আছে শঙ্খ চিত্ন মনোহর আচ্ছাদিল কয়ু কণ্ঠ পাঞ্চ কৃষ্ণ ডর । স্বর্ণ হংস দিল রাধ কণ্ঠের উপরে যে শোভ হইল তাহকে কহি তে পারে । মধ্যে স্থূল সূক্ষ্ম আগে নীলরত্ন মণি স্বর্ণ সূত্র দিল তাহে হীরার খেচনি। অতি সূক্ষ্ম মুক্তাফলে গুচ্ছ নির মিয়া। হিয়ার উপরে দিল হরষিত হঞা 1ছুই গুচ্ছের মধ্যে২ দিল স্বর্ণ কাঁঠি। স্বর্ণ কাঠির দুই পাশ্বে দিল মণি কাঠি ॥ তবে রত্নমালা দিক হিয়ার উপরে। গোলকাঠি সব সেই অতি মনে । হরে ৷ ইন্দ্র নীলমণি আর পদ্মরাগ মণি হেম মণি স্থূল মুক্ত ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।