88 t१iदिन लौलागूठ ! প্রচার। তাহার শ্লোকের অর্থ কিছু নাহি জানে, যেই উঠে মমে তাহা সত্য করি মানো । অপটু তটস্থ বুদ্ধি অশুদ্ধ হৃদয়। হেন জনারে-কিবা করিবেক উদয় । গোবিন্দ চরিতামৃত কথা সুধাময় ৷ ভাগ্যবান জনযেই সেই আস্বাদয় ॥ রাধকৃষ্ণ পাদপদ্ম সেবা অভিলাষে । এ যন্ত্র নন্দন কহে রন্ধন বিলাসে । * ইতি শ্ৰীগোবিন্দ লীলামৃতে রন্ধন বিলাস নাম তৃতীয়ঃ স্বৰ্গ । অথ ব্রজেন্ত্রেণ কৃতাগ্রহোৎকরৈঃ কৃষ্ণঃ সগোষ্ঠাৎ প্রহিতাং নিজেন্ম গ্ৰীং । স্তন্যাশ বিক্লিন্ন পয়োধুরান্থ রামং মিলন্তীং পুরতো দদশঃ। জয় জয়,শ্ৰীকৃষ্ণচৈতন্য গৌররায় । কৃপাকরি প্রেম ভক্তি দেহ নিজ পায় ৷ কৰ্ম্মদোষে পড়িয়াছেন এভব সংসারে । তোমা বিস্তু মোরে কেহ উদ্ধারিতে নারে। অধমেরধম মুঞি তোমাজ্ঞানবলে। তোমা পালরিয়া মরো সংসার অনলে । হাহা কৃপাময় প্রভু কৃপাকর, মোরে । যেখানে সেখানে রহেী নপাসরি তোরে স্নেহে অশ্রু পড়ে মাতার স্তনে দুগ্ধ ঝরে। বসন ভিজিল তাতে কৃষ্ণ স্নেহভরে ৷ বিলম্ব দেখিয়া তথা ব্রজেন্দ্র ঠাকুর । থাঠাইলা আনিতে কৃষ্ণ আগ্রহ প্রচুর ॥মাতা আগে কৃষ্ণ যবে দিলা দরশন। দুঃখ গেল মাত হৈলা আনন্দিত মন । আইস২, বাছা ব্যাজ কেন এত । শীতল হইল অন্ন ব্যঞ্জনুদি যত । ক্ষুধা তৃষ্ণ পীড়া পাওআইস সকাল । মোরে দুঃখ দিতে কর এই ব্যবহার। এত কহি কৃষ্ণ অঙ্গ করে ,
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।