গোবিন্দ লীলামৃত । S念 সন্মার্জয় । বাৎসল্যে ব্যাকুল হঞা অনেক লালয় । তবে সব সখাগণে কহে ব্ৰজেশ্বরী। এখাই ভোজন আজি আইস স্নান করি ॥তোমা সব বিস্তু কৃষ্ণ না করে ভোজন । বড়ই চঞ্চল সদা খেলাইতে মন ৷ এই লাগি কহ শীঘ্র আইস এই ঘরে । কহিয়া বিদায় দিলা বলাই বটুরে । তারা সব নিজ নিজ গৃহে সবে গেল। গোবিন্দ লইয়া মাতা নিজ গৃহে আইলা । বল্লভী গণের নেত্ৰ ভূষিত চাতকী কৃষ্ণাঙ্গ মাধুরী ধারে কৈলা তারে মুখী। গোবিন্দ নয়ন যেন ভূষিত চকোর। বল্লভ মুখেন্দু সুধা পানেহৈল ভোর ; ইহা আচরিয়া কৃষ্ণ আইলা নিজ ঘর। আ সিয়া বসিলা স্নানবেদীর উপর। ভূত্যগণ আসি অঙ্গ ভূষণ খসায় । শীরঙ্গ আসিয়া স্নান বসন যোগায় । সে বাস পরিয়া কৃষ্ণ বসিলা আসনে। পত্ৰী আসি কৈল পাদপদ্ম প্রক্ষালনে 1; পত্ৰক আনিয়া দেন ভঙ্গারের পানী। পাখালে বাসিত জলে কৃষ্ণপদ পাণি। সূক্ষ জলবাসে কৈল পাদ সন্মার্জন সুগন্ধ নাপিতপুত্র আইল তখন ॥নারায়ণ তৈল অঙ্গে করায় মদন । নানান প্রবন্ধ করি অতি বিলক্ষণ ॥ সুগন্ধ আসিয়া দিল। অঙ্গে উদ্বত্তন। শীতল নিৰ্ম্মল তনু হৈল মনোরম ৷ সহজে শীতল অতি নিরমল তনু। নবনী২ এক কৈল কেহু জনু ॥ ধাত্রী ফল ককে কৈলা কেশের সংস্কার । কপুরসেবক তাহ রচিমাছে ভাল৷ শীতল সুগন্ধি জলে পুনঃ পাখালিলা পয়োদ সে বক সূক্ষ বসনেমাজিলা সুবাসিত জল স্বর্ণ ঘটাতে ঢালিয়। , স্নান করাইল কৃষ্ণে আনন্দ পাইয়৷ মৃদু জলবাসে অঙ্গ কেশ সাজিলা। কাঞ্চনের দু্যতি শুষ্কৰস্ত্র পরাইল ॥দাস . গণ এই সেবা করে এইখানে । তবে আসি বৈসে কৃষ্ণ রতন , আসনে। অগুরুর ধূমে তবে কেশ শুকাইলা । কঙ্কতি শোধি- '
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।