পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। 8१ বহু সুখ। তর্জনী অঙ্গলি দিয়া ব্রজেশ্বরী মাত দেখtঞা দেখাঞ ভুঞ্জান অধিক মমতা । এই দ্রব্য ভাল ইহা কর আস্বাদন । এই দ্রব্যখানি দেখবড় বিলক্ষণ । এই দ্রব্যখানি হয়ে অতি সুশীতুল। এই দ্রব্যে আছে দেখ মিষ্টতা বিস্তর। এইখনি সকল খাও অতি মনোরম ৷ এই ৰূপে প্রতি দ্রব্য করান ভক্ষণ । যে সখীর যে যে দ্রব্যে বড়, রুচি জানে। কৃষ্ণ তাহা তারে দেন নিজ পার হনে ৷ কৃষ্ণ মনদরুচি দেখি যত্ব করে মত । তাহ দেখি বটু কহে পরিহাস কথা ৷ বিস্তর না দিহু কৃষ্ণে শুনহ জননী। আমাকে সকল দেও ভুঞ্জি সব আমি । ভক্ষণ করিয়া কৃষ্ণে করিব আলিঙ্গন। সৰ্ব্বাঙ্গ পুষ্টি তা ক্লফের হুইবে তখন ৷ মন্দরুচি হয় কৃষ্ণের পকান্নভোজনে। লঘুপাক অন্ন তারে করাহ ভোজনে। শুনি কাসি ক্লষ্ণ নিজ পাত্রেত হইতে। বটুর পাত্রে পক্কান্ন দিলা অঞ্জলি সহিতে । পূৰ্ণপাত্ৰ দেখি বটু আনন্দ পাইলা । আপনার বামকক্ষ বহু বাজাইলা । সকল খাবার তবে অনুবন্ধ কৈলা । এত কহি গ্রাস দুই ত্রস্ত খাইলা । মাতাকে কহয়ে মিষ্ট দধি দেহ মোরে। মাতা, গৃহে গেলা দধি আনিবার তরে । ছলকথা উঠাইয়া কহে সখাগণে । দেখ২ সখীগণ আর বিলক্ষণে। দধি চোর বানর আইল পক্কান্ন খাইতে । শুনি সব সখা ফিরালাগিলা দেখিতে i হেনকালে নিজ পাত্রের পক্কান্ন লইয়! সখী পাত্রে দিলা আমি খাইল কহিঞা । এইকালে মাত যদি দধি লঞ। আইলা । তারে বটু কহে মাত। পাত্ৰশূন্য हॆड्ढल'।। 11 दिन!। দধি সব মুঞি করি ভক্ষণ পরমান্ন আনি মাতা দেহত এখন . হেমপাত্রে নব রম্ভ দলের মারুতে। শীতল করিলা রাই অতি মনোনীতে । অন্ন পরমান্ন আদি রাধিক লইয়া । রোহিণীর