পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꭶby গোবিন্দ লীলামৃত। হাতে দিলা যতন করিয়। তবেত রোহিণী দেবী পরিবেশে কত। শাক আদি অমু, শেষ করেছিল যত ॥গোধূম রেটিক আনি পরিবেশে সকল । রম্ভীয় উদর পত্ৰ হৈতেও কোমল। ঘতসিক্ত সুগন্ধিত বড়ই চিকণ । অতি হৃষ্ট হয়ে কৃষ্ণ করেন ভক্ষণ ॥ প্রাতঃকালে রসালাদি ললিতা আনিল । মাতাকে আনিয়া তাহ ধনিষ্ঠক দিল । মাতা তাহ দিলা ক্রমে সবাকে রাটিয়া । ভোজন করেন কৃষ্ণ আনন্দ পাইয়৷ কৃষ্ণ মুখ মধু রিম দেখি সুবদনী । হরিষে ব্যাকুল চিত্ত কিছুই না জানি৷ অমৃত উদ্ভব লাড় চারি মত হয়। ভুঞ্জে কৃষ্ণ মখ সনে আনন্দ হৃদয় ॥চব্য চোষ্য লেহ পেয় ভোজন করিলা । কত নৰ্ম্ম ভঙ্গি হাস্য তাহাতে মাখিলা !! রাধিকার হস্ত স্পর্শে সৰ্ব্বান্ন ব্যঞ্জনে । ভোজন করেন কৃষ্ণ অমৃতাস্বাদনে ॥স্বাদু পায়ে নিজ নেত্ৰ ভূঙ্গ পাঠাইয়। রাই মুখপদ্ম মধু পিয়ে হৃষ্ট হৈয়৷ নিগুঢ়ে করেন কৃষ্ণ মনের সঞ্চার। দেখি ব্ৰজেশ্বরী মনে আন ন্দ অপার। রাধিকাহ নিজ.নেত্ৰ কটাক্ষ প্রণালী। পাঠাইয়া পিয়ে কৃষ্ণ লাবণ্য সকলি । লাবণ্য অমৃতে তাহ কৈলা অতি পুষ্ট। আচ্ছাদেন ভাবোল্লাস হয়ে বড় তুষ্ট। রোহিণী দেবীকে ধনি অন্তঃপট করি। নাচান খঞ্জন আঁখি কৃষ্ণমুখ হেরি ॥ রোহিণীকে সমর্পয়েমিষ্ট মধুরান্নে। দেখি মন্দরুচি ভেল কৃষ্ণে র পকলম্নে.। অদ্ধই ছাড়ি কৃষ্ণ,ভোজন করয় দেখি তার মন্দ রুচি মাতা ব্যগ্র’ হয় ৷ যত্ন করি আনাইমু বৃষভানু সুত । শ্ৰীঅন্ন ব্যঞ্জন হৈলা অমত নিন্দিতা ৷ যতনে নিৰ্ম্মাণ কৈলা । সামগ্ৰী সকল ! ক্ষুধাৰ্ত্তন শাও প্রাণ করেছে বিকল ৷ মোর দিব্য লাগে বাছা করত ভোজন। ঘুচাহ জননী দুঃখ আর যত, জন ৷ কৃষ্ণ কহে ষথেষ্ট জন কৈল মাতা। ক্ষুধা গেল এবে