গোবিন্দ লীলামৃত l 8R হৈল উদর পুর্ণত ॥অনেক শপথ মাতা তবুদেন তারে। শুনি পুনঃ মন্দ মন্দ ভোজন আচারে, রসাল পক্কান্ন দ্রব্য আর শিখরিণী। দধি ছাতু আর যত সৰু দ্রব্য আনি৷ ব্যঞ্জনাদি যত আর দধি দুগ্ধ ফল । পুয়াবড়া আদি যত দিলেন সকল। অশ্রুমুক্ত নেত্ৰ ব্ৰজেশ্বরী স্নেহৰূপ । ভোজন করান কৃষ্ণে অমৃত স্বৰূপ। ভোজন করিলা কৃষ্ণ সখীগণ সঙ্গে। সুবাসিত জলপান কৈলা বহু রঙ্গে ॥ আচমন লাগি জ্বর্ণডাবর জানিলা সুবাস মৃত্তিক আৰু খড়িকাদি দিলা। দাসগণ আসি কৃষ্ণের এই সেবা কৈলা দিব্য সুবাসিত জলে আচমন কৈল। সূক্ষ জলবাসে চন্দ্ৰ বদন মাজিল ৷ বামহন্ত দিয়া কৃষ্ণ উদর শোধিলা।. এলাচি লবঙ্গ তাতে কপুর মিশ্রিত। খদির গোলিকা চূৰ্ণ খপুর সহিত। চূর্ণ সহিত ৰীড়া তাম্বল আনি দিলা । সেই স্থানে ক্লষ্ণ তাহ মুখবাস কৈলা ৷ অত্যন্ত সুপক পাণ স্বর্ণবর্ণ সম । ভক্ষণ করেন কৃষ্ণ আনন্দিত মন। শত পদান্তরে আছে শয়ন আলয় । রতন পালঙ্কে, কৃষ্ণ বিশ্রাম করয়। বীজন করেন তথা দাসগণ আসি। ওমুখ দরশে সুখসিন্ধু মার্কে ভাসি। ময়র পাখার,বায়,কোন দাসে করে। ভাস্কুল যোগান কেহ আনন্দ মন্তরে। কেই কেহ পাদপদ্ম কুরে সম্বাহন। কেহ সুখে করে কৃষ্ণমুখ নিরী ক্ষণ ॥ হষ জলে কৈল কেহ সৰ্ব্বাঙ্গ স্নপন। কেহ আন ন্দিত করে মধুর আলাপন r হেথা ঐরাধিক পাক আলয় হইতে । পাদ প্রক্ষালন করি গেলা প্রকষ্টেতে ॥ গবাক্ষ দ্বারেতে কৃষ্ণ করে নিরীক্ষণ । হষ^ঘৰ্ম্ম জলে কৈল সৰ্ব্বাঙ্গ সুপন ॥ দাসীগণ করে অতি শীতল বাতাস। • ll & 11
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।