গোবিন্দ লীলামত । Q> এইৰূপে হাস্যরসে কতক্ষণ গেল ॥ও৭া। কৃষ্ণে গন্ধমাল্য অম্বর ভূষণ। পরাইল দাসগণ আনন্দিত মন। চন্দন কপুর আদি অঙ্গেত রচিল । ধাতু চিত্ৰ ভূষা বাস সব পরাইল ॥বরিহ মুকুট আর মুদ্রিক কুণ্ডল। গুঞ্জাহার রত্নমালা ধরিলা তরল। কৌস্তুভ ধরিল আর বৈজয়ন্তী মাল। কেন্ন র কঙ্কণ বঙ্কবল য়াদি আর । মু পুর কিঙ্কিণী আদি বিবিধ ভূষণ ভূষিত হই লা অঙ্গ অতি মনোরম। স্কুল মুক্তাহার গলে দিল যত্নকরি । রাই অঙ্গ প্রতিবিম্ব যাতে দেখে হরি । বামোদরে শৃঙ্গ অার দক্ষিণে মুরলী। নান রত্নে বন্ধ সেই ছন্দে বন্দে ধরি। পীত বর্ণ লগুড়িকা বামহস্তে কৈল । দক্ষিণ হস্তেতে নীল কমল ধরিল। বংশী বিশাল আর দল যষ্টি ধরি। সখীর সঙ্গেত আছে নৰ্ম্ম ভঙ্গিকরি। বনেতে যাইতে ভেল উৎকণ্ঠী অপার । ধেনু বৎস ক্ষুধাৰ্ত্ত মহীষ্যাদি আর । এই যে কহিল কৃষ্ণ ভোজ নবিলাস। বেদগুহ কথা এই রসময় ভাষ ॥ মুহুৰ্ত্ত গোবিন্দ লীল। সমুদ্র গম্ভীর কে বুঝতে পারে তাহ বিন ভক্ত ধীর। গোবিন্দ চরিতামৃত পরামৃত রসে। সদাই কিছুরে কৃষ্ণ ভকতি পিয়াসে ॥ৰহিমুখগণে যেন ইহা নাহি শুনে। এ লাগি বিনয় করি বৈষ্ণব চরণে। রাধাকৃষ্ণ পাদপদ্ধ সেবা অভিলাষে । গোবিন্দ চরিত কহে যদুনন্দন দাসে u • ইস্তি শ্ৰীগোবিন্দ লীলামৃতে ভোজনবিলাস নামক চতুর্থ সৰ্গঃ ॥৪ ॥ aaaariseasesجع
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।