পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। අද් ক্রিয় এই অতিশুদ্ধমতি৷ ধৰ্ম্মহৈতে আয়ু বৃদ্ধি ধনাদি বাঢ়য় ধৰ্ম্মকে রাখিলে ধৰ্ম্ম রক্ষাও করয় Il তবে যদি বোল বনে শঙ্কা বড় দেখি। ধর্মেই রাথিরে আমী তারে যদি রাখি । এই মত কৃষ্ণ কথা সাদা,ণ্য শুনিএা। কহে পিতৃমাতা মনে হরষিত হঞা। অনিষ্ট আশঙ্ক। তবু নাযায় দোহার। গোপগণে কহে মাতা রক্ষা করিবার। সুভদ্র মণ্ডলী ভদ্র বাছারে বলাই। কৃষ্ণ সমৰ্পিল আমি তোমা সব ঠাঞি ীি বালক চঞ্চল মতি অতি সুকোমল। নিরন্তর নীতশিক্ষা করাবে সকল ॥এক যেন কোন বনে না করে গমন। স্বতন্ত্র করয়ে মোরে কহিও তখন । খড়গ ধমৃদ্ধর বাছা বিজয়াদিগণ ৷ প্ৰমত্ত হইবে কৃষ্ণ রক্ষার কারণ। তবে মাত কৃষ্ণ অঙ্গ হন্তে পরশিয়া । ঈশ্বরের নাম মন্ত্র পঢ়ে হৃষ্ট হৈয় নৃসিংহ বীজের তবে রক্ষা বন্ধমণি । বান্ধিলা কৃষ্ণের করে অতি যত্নে আনি ।তবে কৃষ্ণ পিতা মাতার আজ্ঞা লাগিয়া। প্রণতি করিল। তার চরণে ধরিয়া । তারা দোহে উঠাইয়। কৃষ্ণে কৈলাকৈালে । স্নান করাইল তারে নয়নের জলে। স্তনে দুগ্ধবরে মাতা বাৎসল্যের ভরে । কত চুম্ব দেন কৃষ্ণ বদন কমলে । শিরে ঘ্ৰাণ লয়ে মাতা হন্তে মুখ মাজে । কপিয়ে সূৰ্ব্বাঙ্গ, ফ্লুেহে পরিপূর্ণ কাযে । পৃথিবী আকাশ আর দশ দিগপথে । নরসিংহ রক্ষা তোমারুর ভাল মতে। সৰ্ব্বত্র মঙ্গল হঞা পুনঃ আইস গৃহে । এত কহি হস্ত দেন দোহে কৃষ্ণ দেহে ৷ যেমতে বাৎসল্যে স্নেহ কৈল ব্রজে- ; শ্বরী। ব্রজেশ্বর এই মত কৈলা বহু বেরি ৷ অম্বা কিলিম্ব উপ মাতাও এমতি । বহুত লালন কৈলা রোহিণী সুমতী ! গোপ গোপী শ্রেণী কৃষ্ণ এমতি লালিল। যৈছে কৃষ্ণে কৈলা তৈছে রামে স্নেহ কৈল । তবে কৃষ্ণ দেখে সব ব্রজাঙ্গনী যত । ड्रविड