গোবিন্দ লীলামৃত। (సె পঙ্কান্ন করছ যাঞ৷ বিবিধ প্রকার। অক্ষত কপুরলও সুরক্ত চন্দন। পদ্মমাল জৰীপুষ্প করহ রচন। সখীগণ সঙ্গে করি নিজ কুণ্ডতীরে । অতি শীঘ্ৰ যাহলুর্ঘ্য পূজা করিবারে। গগ কন্যা পাও কিবা ৰুিপ্ৰপুজা বটু ৷ তীরে লঞ যাও শীঘ্ৰ যেই কার্য্যে পটু ৷ এত কহি ললিতাকে কহেন জটিল । সাষ্ট্ৰী প্রগলুভা তুমি হঞা এক মেলা ৷ কৃষ্ণ অঙ্গগন্ধ,তুমি যে দিগে পাইবা । যত্বকার সেই দিগে তৃণাঞ্জলি দিব ॥ বধূর রক্ষার ভার দিল দুই জনে। উপলা করিতে এবে করিয়ে গমনে । একরাশি গোময় আছে দিন বহু হৈলা । তাহ শুনি কুঞ্জলতা ললিত কহিলা । গৃহকৰ্ম্ম কর তুমি আনন্দে যাইয়া। আমরা আছি যে রাই রক্ষার লাগিয়া৷ নেত্ৰতারার রক্ষা পক্ষ যেমন করে। এমতি আমরা দোহে রাখিব রাধারে। জটিলার বাক্য মধু সবে পানকার। আনন্দে আইলা গৃহে মনে ধৈর্য্য ধরি । রাধিক আসিয়া রত্ব পালঙ্ক উপরে। বসিলেন দাসীগণ বাজনাদি করে ৷ কেহ পাদ প্রক্ষালয় কেহত মাৰ্জ্জয় । বিশ্রাম শয়নে কেহ পাদ সম্বাহয় ৷ ভাল যোগায় কুেহু আনন্দ অন্তরে। নানা সেবা করি সব শ্রম কৈলা দূরে ৷ নৰ্ম্মদ মালীর কন্যা বৃন্দ হন্তে দিয়া। পাঠাইলা বহু পুষ্প রাইর লাগিয়া ॥ মল্লিক। রঙ্গণপুষ্প আর কণিকার জাতি बृिথ আর নবমল্লিক। অপার। বকুল চম্পক আর পুন্নাগ কেশর। অম্বুজ লবঙ্গ আদি সৌরভ উৎকর ৷ ভ্ৰমরের অপরশ নানা পুষ্পচয় । আনিয়া ধরিলা সেই রাধিক আলয় ॥ আপনার হন্তে তবে রাধ গুণখনি । বৈজয়ন্তী মালা কৈলা সুগুণ গাথনি ৷ কৃষ্ণ অঙ্গ কামালয় জয়ের কারণে। নিজ নিপুণতা রাই প্রকা শ্নে তখনে তাহান্তেকপুরদিলা অগুরুর সত্ত্ব। বাহার সৌর
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।