গোবিন্দ লীলামৃত l N O রসের নিধান৷ পুষ্প হাসে ভূঙ্গ সব করেন গায়ন পত্র সব নাচে মধ,পানের কারণ ॥বৃক্ষ সব ফল দেন কৃষ্ণ ভক্ষ লাগি । অভ্যাগত কৃষ্ণে মান করে অনুরাগী ॥ লতাগণ কৃষ্ণদাসী আপনাকে মানে । কৃষ্ণ দেখি নৃত্য হাস্য করে লজ্জ। গানে। ভৃঙ্গ সব পুষ্প মুখে করেন চুম্বন পর পাটবাস দিয়। হাসে লতাগণ ॥ কুরঙ্গিণী রহে নিজ কুরঙ্গ সহিতে ॥ তৃণের কবল মুখে শুনে বেণ গীতে। চঞ্চল নয়নে কৃষ্ণ বয়ানদেখয়। দেখি কৃষ্ণ মনে রাই কটাক্ষ উদয়। রাধার কটাক্ষ স্মৃতি কৃষ্ণে হৈল যবে । রাধা ভাবে কৃষ্ণ মন বিন্ধ হৈল তবে। কৃষ্ণ দেখি নৃত্যকরে ময়ূর ময়র পচ্ছ প্রসারিয়া নাচে করিয়ামগুলী তাহা দেখি কৃষ্ণ মনে উৎকণ্ঠ বাঢ়িল । রতি মুক্ত রাই কেশ মনে স্মৃতি হৈল । হংস সারস আর চটকের ধনি। শুনি কৃষ্ণ সবিস্ময় চিত্তে অনুমানি । রাধিক বলয় কাঞ্চি নুপুর বাজয়। রাই আগমন ভ্ৰমে চিত্ত চমকয় ৷ নদী মাঝে স্বর্ণপদ্ম অপ বিকসিল । অত্যন্ত সুগন্ধি তাতে ভ্রমর বসিল । দেখি কষ্ণ রাই মুখপদ্ম স্মৃতি হৈল । সহাস্য কটাক্ষ গন্ধে প্রিয় ভ্রম হৈল ছোলঙ্গনারঙ্গ বিলু দাড়িম্বাদি যত সুপক্ক হইয় তাহ আছে কত কত ॥ দেখি কৃষ্ণপ্রিয় কুচযুগ মতি হৈল বৃন্দাবনময় সব রাধিক মানিল । যেখানে যেখানে পড়ে ক্লষ্ণের লোচন । সেখানে সেখানে দেখে রাধা অঙ্গ সম ৷ একিছু আশ্চৰ্য্য নহে শুনহ কারণ। কৃষ্ণসুখে রাধালত হৈল বৃন্দাবন , রাধাভাবাবেশে কৃষ্ণ চিত্ত উড়াইলা । কাসিয়ার ফুল যেন বাতাসে চালিল যত তত করেন কৃষ্ণ চিত্ত স্থির নগ্ন । যেখানে সেখানে দেখে সব রাধাময় । তবে কৃষ্ণ দেখে যত স্থির চরগণ । বিহ্বল হইঞা মহাপ্রেমে অচেতন ॥ ठाइ
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।