পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bg গোবিন্দ লীলামৃত। সবাকারে কৃষ্ণ কহে মিষ্টকথা ! বন্ধু দেখি বন্ধু যেন ইষ্ট প্রশ্ন বাৰ্ত্ত ॥ওহে বৃক্ষলতাগণ কুশল সবার মৃগ মৃগী পক্ষিণী পক্ষ মঙ্গল তোমার । ভ্রমর ভ্রমরীগণ স্থিরচর যত । সবেত কুশলে আছে নিজ অভিমত । এই মত অতিশয় প্রেমের বিম্বলে । স্থিরচরে পুছে কৃষ্ণ আনন্দ মঙ্গলে । তবে কৃষ্ণ নিজ মন স্থির করাইতে । গোবদ্ধন তটে গেলা সখার সহিতে । সখীগণ অন্যোইন্য মল্লযুদ্ধ করি। গোধন চারণে শ্রম হইয়াছে ভারি। তার ক্ষুধা তৃষ্ণ দেখি কৃষ্ণচন্দ্র তবে । ভক্ষ লাগি মনে কিছু করে অনুভবে ৷ আপন কম্পিত খেল। সখীগণ লঞা । মন স্থির লাগি খেলে যতন করিঞ । রাইভাবে কৃষ্ণ চিত্ত অতি উচাটন ৷ করিতে নারিল ষত্বে ধৈর্য) একক্ষণ। হেনকালে ধনি ষ্ঠিকা গোকুল হইতে। আইলেন তেহে ব্ৰজেশ্বরীর প্রেরিতে। প্রাতঃকালে কৃষ্ণ গৃহে ললিতাদি যাঞা । রসালাদি সজ্জ কৈল যতন করিঞা । সেই সব দ্রব্য লঞা দাসীগণ সঙ্গে । আইল। কৃষ্ণের কাছে অতি বড় রঙ্গে। তারে দেখি কৃষ্ণ পুছে হরষিত মনে ৷ কহ পিতা মাতা স্নান করিলা ভোজনে । তেহে কহে তারা ভুয়া মঙ্গল লাগিয়া। দ্বিজে অর্থ দিল বহু ভোজন করা য়g1 11 আপনার স্নান পান ভোজন করিলা ! তোমার কারণে এই দ্রব্য পাঠাইলা । শুনি কৃষ্ণ সুখি হঞা মনে বিচারয় ! নিজ চিত্তলতা বৃক্ষ রাধিক অংশ্রয় । কহিতে ধনিষ্ঠ হৈল। পরম সহায় । ধনিষ্ঠ সৰ্ব্বত্র গম্য কার ভিন্ন নয় । এত অল্প মানি কৃষ্ণ রহিলেন চিত্তে। বেণ,ধনি কৈলা ধেনু একত্র করিতে সখঃ ধেনু সনে ক্লষ্ণ আইলা মানস গঙ্গতে । জল পিয়াইয়। ধেনু সুখি কৈলা ততে। সখী লঞ কৃষ্ণ বহু খেলাইলা জলে শুষ্কবাস পরে সৰে আসিয়া উপরে ৷ মিষ্টান্ন পক্কান্ন আর