পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । ○○ রসালাদি যত । সখী সনে ভোজন করিলা বহু মত । ভোজন করিয়া কৃষ্ণ কহে সখাগণে । গোধন পালহ সুবে অগ্রজের সনে । সুবল বটুকে কহে দেখ বনশোভা । বসন্ত সময়ে বন হয় মনোলোভা । বলরাম সঙ্গে কৃষ্ণ সখীগণ দিলা । বন fবহরণ লাগি আপনে চলিলা । তবে ধনিঠিক দেবী কহে দাসীগণে । ভাজন লইয়া গৃহে যাহ সৰ্ব্বজনে ॥ নারায়ণ সেবা লাগি কুসুম লাগিয়া। আসিতেছি পাছে তুমি যাহ শশী হয়্যা। এই কালে বৃন্দা দুই চম্পক লইয়। আনি দিলা কৃষ্ণ করে হরষিত হঞ। চম্পক দেখিয়া কৃষ্ণে রাই স্মতি হৈল। কাপিতে লাগিল হস্ত বটু তাহ নিল ৷ সেই দুই পুষ্প লঞ কৃষ্ণ কর্ণে দিলা । মনে কৃষ্ণচন্দ্র তবে বিচার করিলা । বৃন্দা ধনিষ্ঠিকা মধুমঙ্গল সুবল । সবেই সদগুণ মিত্র জানে বহু ছল। রাধিকার অঙ্গ রাজ্য লভিবার তরে। এসব সহায় ভাল হঞা গেল মোরে এত চিন্তি বটু কর ধরে বামকরে বৃন্দা ধনিষ্ঠ সুবল সহ কৃষ্ণ চলে। সুমন সরোবর তটে মিলিল আসিয়া, রাই আগমন চচ্চা করেন বসিয়া। কুসূমিত তরুলতা দুই দিগে কুঞ্জ। মধ্যে পথ স্থল জল বিহুগালি পুঞ্জ.। দেখিয়া কৃষ্ণের চিত্তে উৎকণ্ঠা বাঢ়িল । সবার সহিতে যুক্তি করিতে লাগিল । বৃন্দাকে পাঠাই কিবা যুবলে পাঠাই । রাধিক নিকটে কিবা বটুকে পাঠাই ৷ জটিল। দেখিয়া শঙ্কা করিবে অত্যন্ত । কলহ করিবে সেই বড়ই চরন্ত ॥ অথবা বধূরে নিজ গৃহে রুদ্ধকরে । ইহ সব পাঠাইলে এই ফল ধরে মুরলীর গান করি করি আকর্যর্ণ। সবেই আসিবে সব গোপাঙ্গন গুণ। অন্যোহন্যে ঈষৰ্ণ তবে হইবে কন্দল ৷ ইষ্ট সিদ্ধি না হইবে হইবে ৰিফল । অত এব ধনিষ্ঠ যাও কুন্দলত ঠাই। আমার বৃত্তান্ত তারে কই সব