গোবিন্দ লীলামৃত । ৬৭ যায় কখন। শুনি কৃষ্ণ কহে ধিক বিধির ঘটনা। প্রণয়ি মিলনে এতকরয়ে বঞ্চনা। এত কহি কৃষ্ণ হৈলা বিরস বয়ান । সদাই छल्लङ ब्राहे कृष्ञ ७३ छन । शनJकथं ज़्नगैौद्र आहेड কারণে। সেই কথা সত্যকরি কৃষ্ণ মনে জানে। কৃষ্ণকে বিষন্ন দেখি তুলসী ব্যাকুল। বৃন্দা ধনিষ্ঠক নেরে ভৎসিতে লাগিল তবেত তুলসী কহে শুন ব্ৰজানন্দ। নিৰ্ম্মঞ্ছন যাঙ চিত্তে করহ আনন্দ । পরিহাস করি কথা কহিল তোমারে । সত্য কথা কহি এবে শুন সে বিচারে । রাধিক আইলা হেন সৰ্ব্বথা জানিবে । তাহার কারণে অতি উৎকণ্ঠ নহিবে ৷ কৃষ্ণ যদি শুনিল রাধিক আগমন। পরম ঔৎসুক্যে দেখে তুলসী বদন চম্পক কুসুম দুই শ্রবণ হইতে। খসাইয়া দিলা কৃষ্ণ তুলসীর হাতে ॥ ত’হ দিয়া তারে পুছে কোথা শ্রীরাধিক । আমা প্রতি ক্রোধ কিবা হঞাছে অধিক ৷ মোর অপরাধ কিছু নাই তার স্থানে। কিম্বা লুকাইয়া আছে পরিহাস মনে। দুঃখি জনে পরিহাসে কিবা আছে ফল । প্রিয় আনি ঘুচাহ শীঘ্র মনের বিকল ৷ তুলসী চতুরা বড় কৃষ্ণ মন" জানে । কহয়ে নিশ্চয় কথা মধা আগমনে ॥ তোমারে দেখিতে রাই উৎ কষ্ঠিত চিত্তে । জটিল। পাঠান স্তারে সূৰ্য্য-পুজাইতে। কুন্দলত হাতে তারে সমর্পণ কৈলা। তবে রাই মোরে ডাকি তুরিতে কহিলা৷ কৃষ্ণ পাশে যাঞা তুমি সঙ্কেত জানিয়া শীঘ্র আসিবে এথা বিলম্ব তেজিয়া । এইত কারণে আমি আসিয়াছি এথা কহত শঙ্কেত কুঞ্জে রাই আনি তথা ৷ শুনি কৃষ্ণ চিত্তে অতি উল্লাস হইল। গলা হৈতে গুঞ্জামাল তুলসীকে দিল ॥শঙ্কেত কুঞ্জের লাগি বৃন্দাকে কহিলা। তবে বৃন্দাদেবী । তারে শঙ্কেত বলিলা ॥রাই কুণ্ডে যাঞ তুমি আনহ রাধিক।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।