পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। 心芯》 শীঘ্র আইনু তোমারে অন্বেষিতে । অতএব কি করিব কহত ত্বরিতে ॥ শুনি কৃষ্ণ মনে চিন্তা বাহে সুখি হঞা কহিতে লাগি লা তারে বঞ্চনা করিঞা । চন্দ্রাবলী লাগি মোর উৎকণ্ডিত মন । ভাল হৈল মাইল তেহে সঙ্কেত কানন"৷ তারে লঞা যাহ তুমি গৌরীতীর্থ দেশে দর স্থলে যাহ যেন গুরুজন ন। আইসে। গোধন সম্ভাল করি যাবৎ আসি আমি । তাবৎ তথ্যই যাও লঞ্চ তারে তুমি ৷ এই কালে বটু আসি কহেন তাহারে । ধনিষ্ঠ কহিলা যাহা করহ সত্বরে ৷ কৃষ্ণ কহে বট ভাল স্মৃতি করাইলে । গোচোর পাঠাৰে কংস চুরি করিবারে তাহা শুনি বসুদেব মথুরা হইতে। কহি পাঠাইলা তাহ মোর নিজ তাতে ৷ পিতা কহি পাঠাইলা সে সব আমাতে । ধনিষ্ঠা আসিয়া ছিল। তাহাই কহিতে। অতএব সেই বিঘ্নে ব্যাজ যদি হয়। চন্দ্রাবলী তাতে যেন দুঃখ না ভাবয়। এই ৰূপে শৈব্যাকেত প্রতারণা করি । ত্বরাতে চলিলা সঙ্গে বটু যায় চলি৷ শৈব্যাও ত্বরাতে গেলা চন্দ্রাবলী স্থানে । এইত কহিলা কৃষ্ণের বনেতে পয়ানে। সহস্র মুখে কহিলেও অন্ত নাহি হয় । দিগ দরশন কৈল জানিতে নির্ণয় । গোবিন্দ লীলামৃতে সব আছে সংস্কৃতে । আপনা বুঝাই ইহা লিখিয়া প্রাকৃতে ॥ তাহার শ্লোকের অর্থ কিছুই না জানি । লজ্জ খঞি মূঢ় তাতে করি টানাটানি ॥rন্সকল বৈষ্ণব পদে-প্ৰণাম আমার । রাধাকৃষ্ণ পাদ পদ্ম প্রাণধন যার। আমি অতি তুচ্ছবুদ্ধি দোষ না লইবে । নিগূঢ় কথাতে সব বিচার করবে।আম্বাদন না করিলে কোন সুখ নয় । এই মত কহে সব প্রেমভক্তি ময়। আপন, সংপ্রদা বিনে অন্যে না কহিবে । বহিমুখ স্থানে কথা গোপন করিবে কথার লালিত নাই ন জানি ঘটনা । যৈছে তৈচে লিখি মাত্র