* 이 ८भाविक औज्ञायूङ । অক্ষর যোটন। গোবিন্দচরিতামৃত রসের কল্পোলে। বিহরয়ে ব্ৰজবাসী ভকত চকোরে । রাধাকৃষ্ণ পাদপদ্ম সেবা অভিলাষে গোবিন্দ চরিত কহে যদুনন্দন দাসে । ইতি শ্ৰীগোবিন্দ লীলামৃতে বন বিহারণে রাধাকৃষ্ণ মিলন পরামর্শ নাম ষষ্ঠস্বর্গঃ । কিন্তু রং ততো গত্ব নিবৰ্ত্তোৰমেন হরি । রাধাকুণ্ডং সমাষাতঃ প্রিয়া সঙ্গোৎসুকঃ প্ৰিয়ং ॥ জয় জয় শ্ৰীকৃষ্ণ চৈতন্য দৗনপ্রাণ তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান৷ জয় জয় যুদ্ধ হেম প্রকাশ শরীর। জয় জয় চন্দ্রমুখ অন্তর গম্ভীর। জয়রাধী ভাবানন্দময় কলেবর। কি লাগি কি কর প্রভূ কে জানে অন্তর। আপনাকে যবে তুমি জানাও আপনি । তবে তোম। জানা যায় যেবা ৰূপ তুমি ৷ ধেন অন্ধকূপে অতি তৃণাদি দেখিয়া লোভি পশু তাতে যেন রহয়ে পড়িয়া। তেমতি গৃহান্ধ কূপে বিষয় ভুঞ্জিতে । পড়ি য়াছে। ওহে প্ৰভু না পার উঠিতে । কৃপাডোর অবলম্ব দেহ দয়াকরি । পতিত পাবন নাম রহু ক্ষিতিভার ৷ এবে কহ ঐরাধিক কুণ্ডের বর্ণন । যাহা শুনি সুখি হয়ে ব্ৰজবাসীগণ ৷ এইমতে কৃষ্ণচন্দ্ৰ কত দূর যাঞা । নিবৃত্তি হইয়া শীঘ্র আই লা ফিরিঞা । রাধিকার সঙ্গ লাগি উৎকণ্ঠিত মন । তার কুণ্ড তটে কৃষ্ণ কৈলা আগমন ॥আসি দেখে কুণ্ড শোভা অতি বিলক্ষণ দেখিয়া হইলা তার আনন্দিত মন । চারি দিগে চারি ঘাট মণি রত্ব বান্ধা। সৰ্ব্ব দিগে রত্নবদ্ধ আশ্চৰ্য্য ঘটনা। প্রতি ঘাটে দিব্য রত্ন মণ্ডপ শোভয় । সব রত্নময় সেই অনঙ্গ আলয়। ঘাটের দুই পাশে আছে মণির কুটিমা । অতি মনে
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।