গোবিন্দ লীলামৃত । १> হর শোভা নাহিক উপমা । মগুপের পাশ্বে আছে তরু শাখা গণ। নানা পুষ্প নানা বস্ত্র হিন্দোলা সাজন ॥ দক্ষিণে চাপার বৃক্ষেরত্ব হিন্দোলিকা। পূৰ্ব্বেত্তে কদম্বে দোলা মান রত্বাধিক পশ্চিমে রসালে রত্ন হিন্দোলার সাজে । উত্তরে বকুলে রত্ব হিন্দোল বিরাজে ৷ পূৰ্ব্ব অগ্নি দিগে মধ্যে শুমকুণ্ড সঙ্গে । রত্নস্তম্ভে অবলম্বে রত্ন সেতু বন্ধে । রাধাকুণ্ড বেঢ়ি যত আছে বৃক্ষবৃন্দ প্রতি বৃক্ষমূলে নানা রত্বে কৈল বন্ধাচারা সব আছে সেই বৃক্ষের নিকটে আশ্চৰ্য্য তাহার শোভ হয় নীর তটে । রত্ববেদী অাছে রাধাকৃষ্ণ বসিবারে । সখীগণ লঞ সুখে যেখানে বিহরে । কুটিমা মণিতে বান্ধা প্রতি बृन्नडएश । डांश বসি রাধাকৃষ্ণ চৌদিগে নেহারে। গলাসম উচ্চ কাহে ২ বক্ষ সম । কাহে নাভি সম কার্হে হয়ে জানু সম । কাকে উরু সম বেদী আর যে কুটিমা ! চতুদিগে আছে রত্ব সোপান ঘটনা ।সে সব বৃক্ষের তল অতি মনোহর। যেখানে বিহরে রাই শ্বামল সুন্দর ॥শ্বেতরত্ব চারিঘাটে রত্ববেদী আর ; বিচিত্র কুটিম শোভা কে কহিবে পার । এইত কহিল কিছু শুন এরে আর । যুহি শুনি লাগে চিত্তে অতি চমৎকার । কুগু চার কোণে আছে মাধবীর কুঞ্জ। বাসস্থির চতুঃশালা অতি মনোরঞ্জ । সেই চতুঃশালা বেঢ়ি কুঞ্জ বহুতর । কাঞ্চন কেশর আরু অশোক বিস্তর । তার বাহে কুগু বেঢ়ি কদলীর বৃক্ষ। পক্ক অপকু ফল পুষ্প সহ লক্ষ ॥ তাহার বাহিরে পুনঃ সেকুণ্ড বেঢ়িয় । উপবন পুষ্পবন একত্র মিলিয়া । কুগু মধ্যে অতি শোভা জলের উপরি । রত্ন মন্দির আছে সেতু বন্ধকার ঋতুংরাজ আদি করি যত ঋতুগণ শ্ৰীকৃষ্ণ কাননে সেবাকরে অনুক্ষণ ॥বৃন্দাদেবী সেবাকরে ঐকুণ্ড অলয়। সুগন্ধি সলিলে ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।