পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ গোবিন্দ লীলামৃত । সাজে অঙ্গনের চয় ৷ হিন্দোলিকা কুঞ্জ পথ মণ্ডপাদি যত । চান্দোয় পতাকা পুষ্পগুচ্ছ জাছে কত। লীলা কুঞ্জে আছে শয্যা কমলে রচিত। বোট ত্যাগি নানা পুষ্প অতি সুগন্ধিত। পুষ্প চন্দ্র উপাধান আছয়ে কমল । মধু পাত্র তাম্ব তৃ পাৱ আছে মনোহর। কুঞ্জদাসী শত শত আছেন তথাই । পুষ্প তোলা সেবা যোগ্য সামগ্ৰী বনাই । কুঞ্জ বেড়ি পুষ্পবাটী উপবন মাঝে । সেবার সামগ্ৰী ঘর অনেক বিরাজে । বৃন্দ। দেবী সেই খানে নিজগণ লঞা । রাধাকৃষ্ণ সেবা করে আনন্দ পাইএল ৷৷ কহলার রক্তোৎপল পুঞ্জরীক করি । পঙ্কে রুহ ইন্দীবর কৈরবাদি ভরি। আছয়ে কুণ্ডের জল সৌরভ্য করিয়া মকরন্দ পরাগচয় আছয়ে ভরিয়৷ কলহংস হংসী চক্রবাকী চক্রবাক । সারস সারসী কোক ডাহুকী ডাহুক ৷ শ্রবণের প্রিয় যাতে সে শবদ করয়। কত কত অাছে তাহা কহিল না হয় শুকশারী অন্যোহন্যে আশঙ্ক করিয়া । কৃষ্ণলীলা রস কাব্য গায় সুখ পাঞা । নাচে শিখীগণ যাহা দেখে কৃষ্ণকান্তি । কুণ্ডতট অঙ্গনাদি করি কত ভাতি । পারাবত হরিতলি চাতকাদি যত। কৃষ্ণ দেখি কর্ণামৃত ধূনি করে কত ॥-কৃষ্ণ মুখ শোভা কোটুিচন্দ্র বিনিন্দিত দেখিয়া চকোরগণ অতি হরষিত । অবজ্ঞা করিয়া সব চন্দ্র তেয়াগিয়া । কৃষ্ণ মুখচন্দ্র রশ্মি পিয়ে সুখ পাঞা। লতাবৃক্ষ সব পুষ্প ফলে পুর্ণ হৈলা । পৰ্ব্বাপক,ফল জানি ভরে নৰ্ম্ম কৈলা ৷ অনেক নদীর তীর নীর চারি পাশে । শ্ৰীকৃষ্ণ বিলাস যোগ্য শোভা কুণ্ডে ভাসে । নানা পদ্মকান্তিগণে করে ঝলমল । গুণেত জিনিল ক্ষীর সমুদ্র সকল । যেমত কুহিল এই রাধিকার কুণ্ড । শ্বামকুণ্ড এই মত গুণে অতি চণ্ড । রাধাকুণ্ড পাশে সেই আছয়ে বিরাজ ! তীর