পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tश्राबिन जैौशाशृङ । ৭৩ নীর সম সৰ্ব্ব রত্বের সমাজ ॥কুগু তীরে অষ্টদিগে অষ্ট কুঞ্জ আর। অষ্ট সখী নামে আছে নানান প্রকার। নিজ নিজ হন্তে তাহা করেন সংস্কার। যাতে রাধাকৃষ্ণ ক্রীড়া সুখময়াগার। সেই সেই সীমাতৃে আছে যত উপবন । তাহার নিকটে আছে শিম্পশালাগণ ॥সেই সেই সীমাতে বৃক্ষগণ আছে কত । দুই দিগে বন মধ্যে আছে রত্নযুত। পরিশর পথগণ মরকতমণি ভিতরে রচিলা বহু করিয়া সাজনি । পথের দুই পাশে মণি স্ফটিকের ভিত । উপরে স্ফটিক মণি তাঁহাতে রচিত ॥ছোট ছোট তরঙ্গ যেন নদীতে বহয় । এমতি স্ফটিক মণি চিত্র তাতে হয় ৷ অন্য লোক প্রবেশ যদি করয়ে তাহাতে । ভিতে পথ জ্ঞান হয় পথ হয় ভিতে ৷ এই মত দ্বারবৃন্দ উপবন মাঝে । কত কত রত্ন বৃন্দ করিয়াছে সাজে। কুণ্ডের উত্তর দিগে ললিতার কুঞ্জ। অনঙ্গ অস্বজ নাম চত্বর সুচ্ছন্দ। অষ্টদলপদ্ম তুল্য তাহার ঘটনা। হেমরম্ভাবলি তার কেশর সুসমা । অষ্ট দলে অষ্ট কুঞ্জ আছে বিলক্ষণ। পশ্চাৎ বিস্তারি তার করিব লক্ষণ আগে কহি কণিকার যে কুঞ্জ ঘটনা । আশ্চৰ্য্যকুটিমাসেই সৰ্ব্ব মনোরম ৷ কণিকাতে সুবর্ণের কুfউমা বিরাজে । সহস্ৰ পত্র পদ্ম তুল্য তাহ ভাল সাজে। রাধাকৃষ্ণঘে সময়ে যে লীলা করয়। তখনি তেমতি লঘু বিস্তারিত হয়। ললিতাদেবীর শিষ্য নাম কলাবতী সংস্কার করে তেহে সেই কুঞ্জ নিতি ॥ ছয় ঋতু সংপুর্ণ তাহ সৰ্ব্ব কোল মূল। রাধাকৃষ্ণ লীলা তাতে সখী আনুকূল। ললিতা নন্দ কুঞ্জ রাজপট নাম । যত শোভা আছে তার সেই মূল স্থান ৷ সুবর্ণ কণিকা তার মাণিক কেশর ক্রমে ক্রমে মগুলিকা দ্বিগুণ অন্তর ৷ এক বর্ণ রত্বে তার সম լl Գ լլ