পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q8 গোবিন্দ লীলামৃত । পত্র কৈল । পঞ্চেন্দ্রিয়াহাদ তুল্য পঞ্চ গুণ নৈলা ৷ অতি সুশীতল মৃদ্ধ সৌরভ পুরিত পরম নিৰ্ম্মল আর মাধুর্য্যতা নিত ॥ তাহার বাহিরে বন্ধ সুবর্ণ মণ্ডলী । তাহার বাহিরে বান্ধ। প্রবাল মণ্ডলী । তাহার বাহিরে শোভে মণি পদ্মরাগ। তাহার বাহিরে মণি স্ফটিকের ভাগ । তাহার বাহিরে বান্ধ। ইন্দ্র নীলমণি। পঞ্চ রত্ন মণ্ডলীতে ভিতর সাজনি । তাহার ভিতরে নানা রত্বে বিনির্মিত। দেবতা মনুষ্য পক্ষ মৃগাদি চিত্র ত। স্ত্রী পুরুষ বিনিৰ্ম্মিত দোহে এক ভাব রস উদ্দীপনা করে যার যেই ভাব। জামুদগ্ধ তুল্য সেইকুটিমা ভিতর। সহস্ৰ পত্র কণিকার রসের আকর ৷ বায়ব্য দিশাতে তার অষ্ট কুঞ্জ আর । অষ্ট দল যেন পদ্ম পুষ্পের আফার । অশোক লতার পুষ্প আমূল হইতে শ্বেতারুণ হরিত পীত শ্যাম পুষ্প যাতে প্রবীণ অশোক বৃক্ষ পুষ্প মনোরম। মধ্যে এক কুঞ্জ হয় কর্ণিকার সম । বসন্ত সুখদা নাম অতি অনুপাম। এইত কহিল নয় কুঞ্জের বিধান ।। ভ্রমর গুপ্তরে তথা কোকিলের ধূনি । অতি সুখ পান রাধাকৃষ্ণ যাতা শুনি । ললিতা নন্দদা কুঞ্জের নৈঋত কোণেতে । শ্ৰীপদ্ম মন্দির আছে অপূৰ্ব্ব নিৰ্ম্মিতে ॥ষোল পত্রপদ্ম তুল্য তাঁহার রচনা কহিতেন জানি শোভা মাধুর্য্য ঘটনা । নানা মণি বিরচিত তার চারি ভিত । বিচিত্র রচনা চতুদ্বার বিনিৰ্ম্মিত । চারি দ্বার পাশে তার অাছে গবাক্ষগণ সেই দ্বারে গৃঢ়লীলা দেখে সখীগণ ৷ পূৰ্ব্ব রাগ চেষ্ট হয়ে মন্দির ভিতরে । রাস কুঞ্জ বিলাসাদি বিচিত্র প্রকারে ৷ পূত নাদি বৈারগণ বধ আদি যত ৷ এইমত ভিতরে চিত্রিত আছে নানা মত। নানা রত্ব বাহে তার কেশর সমান । মধ্যে যে মুন্দির সেই কণিকার ভান। ষোল বুত্ব কোঠা তাতে শোৱে,