গোবিন্দ লীলামৃক্ত। ጭር ষোল পত্র। এই মত অপুৰ্ব্ব শোভা না শুনি অন্যত্র। দুই দুই কোঠার সেই উপর বিভাগে । ষোল রত্ন কোঠা আছে দৃষ্টাশ্চর্য্য লাগে । রত্ব অটালিকা আছে অতি উচ্চতর । রত্ন স্তম্ভপাতি তাতে ভিতহীন ঘর। স্ফটিক মণির স্তম্ভ প্রবালাদি করি।চিত্র রত্ব চাল শোভে তাহার উপরি II রত্ব কুম্ভ শোভে তার শিখর উপরে। তাতে থাকি রাধাকৃষ্ণ দূর বন হেরে ৷ অতি উচ্চ অট্টালিকা তিনতলা যার । তিন পাশ্ব মুক্ত গেহ অনেক বিস্তার ৷ তলে উপরে কুটিমাতে চৌদিগ বেষ্টিত । নানা রত্বে ভেল সেই অতি সূচিত্রিত। কণ্ঠ সম উচ্চ সেই কুটি মার গণ। চারিদিগে শোভে রত্ব সোপান সুসম । তাই বেড়ি উচ্চ বৃক্ষ আটালিসমান ফল পুষ্প যুক্ত সেই অতি অনুপাম ॥ রাধাকৃষ্ণ কেলি করে তাহার উপর । বর্ণন না হয় স্থল অতি মনোহর। ললিতা নন্দদা কুঞ্জের অগ্নিকোণ দিগে ৷ হিন্দোল। কুটিমা রত্ব আছে সেই ভাগে ॥ৱকুলের বৃক্ষ আছে পূৰ্ব্বেতে পশ্চিমে। তাহার ঘটনা এবে কহি কিছু ক্ৰমে । উচ্চ বৃক্ষ পুষ্প পুর্ণ বক্রগতি হৈয় । শাখা শাখা মিলিয়াছে সুসম! করুিঞা ॥রত্ব মুণ্ডপের প্রায় দেখি আচ্ছাদিত । তার মাঝে হিন্দোলিকা আছে মনোনীত ॥শাখা মূল বন্ধ পট্ট রজ্জ্ব চারি দিয়া। হিন্দোলিকা চারিকোণে আছে বন্ধ হৈয় ৷ নাভি মাত্র উচ্চ স্থল অতি মনোহরে। তাহর বর্ণনা কেবা করিবারে পারে পদ্মরাগমণি আট পাটির হিন্দোলা । প্রবাল মণির খুরা আট তাতে দিলা । এক হস্ত উচ্চ পাটি পদ্মরাগমণি কেশর বেষ্টিত সেই সুন্দর শোভন। ষোল পত্র পদ্মপ্রায় রচন তাহার। রত্বের সমূহ চিত্র কণিকা যাহার। দুই দুই, খুরার কাছে একে ক দল তার ৷ বাহিরে আছয়ে অষ্ট দলের আকার ॥ রত্নপট্র
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।