গোবিন্দ ठौ शायूड l ११ অধিক ॥ভমালের বৃক্ষ বেড়া স্বর্ণলতাগণ। কুসুমিত বৃক্ষলতা नूशकि डबम 1, अके উপকুঞ্জ, নীলপদ্মদলাকার । এক কুঞ্জ স্বর্ণ বর্ণ সেই কর্ণিকার। এই নবকুণ্ড হয় অতি বিলক্ষণে । এৰে কহি ললিতার কুঞ্জের দক্ষিণে ॥ রক্তবর্ণপক্ষ স্থল অষ্ট পত্র তার। অষ্ট উপকুঞ্জ মাঝে এক কণিকার । পদ্মরাগমণি তার ভিতরে বাহিরে। লবঙ্গ লতিকা বেঢ়া অতি মনোহরে । সুগন্ধি কুসুমে পূর্ণ গন্ধে আমোদিত। রাধাকৃষ্ণলীলা করে সখী সঙ্গে নিত । ললিতা নন্দদা কুঞ্জের পশ্চিম দিশাতে । হেমাম্ব,জ নাম কুঞ্জ সদা বিরাজিতে । অষ্ট দল স্বর্ণ পদ্মে অষ্ট উপকুঞ্জ মধ্যে আছে, কণিকাতে আর এক কুঞ্জ ।। চম্পক তরুতে শোভে হেম লতাগণ। হেমবৰ্ণ পুষ্প তাতে অতি বিলক্ষণ ॥ বাহির অন্তর তার সুবর্ণে রচিত। রাধাকৃষ্ণ লীলা যাতে করে হরষিত ৷ এই কহিলাম রাধাকুণ্ডের বর্ণন । ললিত নন্দদা কুঞ্জ অতি বিলক্ষণ। কুণ্ডের ঈশান কোণে বিশাখার কুঞ্জ । অতি মনোহর সেই রাধাকৃষ্ণ রঞ্জ । ষোল পত্র পদ্ম হেন তাহার রচনা । চারি কোণে চম্পকের বৃক্ষের ঘটনা। চারি বর্ণ পুষ্প তাতে শ্যাম পীত ধরে। অরুণ হরিত বর্ণ অতি মনোহরে মাধবী মল্লিকা লতা প্রফুল্ল হইয়া । অষ্ট্র দিগে বেড়ি আছে ভিত মত হৈয়া ॥প্রতি বৃক্ষে সব শাখা-একত্র হইয়া মণ্ডপ হইয়া আছে উপরে মিলিয়া শুক পিক ভ্রমরাদি তাতে শব্দ করে। আশ্চৰ্য্যমধুর ধূনি যাতে কৰ্ণ হরে। তাহার ভিতরে দিব্য শয্যার ঘটনা। স্থলপুষ্পে জলপুষ্পে করিয়া যোজনা ৷ নানা বর্ণে চিত্র সেই চান্দোয়ী উপরে 'শ্বেতারুণ শ্বাম পীত । পদ্মের আকারে । চারি দ্বারে সেই কুঞ্জে কপাট সহিতে । পুষ্প পত্ৰ শলাক সব চিত্রিত তাহাতে চপল ভ্রমরীগণ সেন ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।