গোবিন্দ লীলামৃত। *○ যেন উলটায়। আমাকে দেখিয়া গিরির প্রেম উথলিল । কুণ্ড জল ছলে এই অশ্রুপাত হৈল ।সৰ্ব্বাঙ্গ প্রণতি কিবা করিয়াছে মোরে। উদঘ3. বৈবশ্ব চেষ্টা দেখিয়ে ইহারে । এই সব মনুমান করে কুণ্ড দেখি । রাধিক প্রত্যঙ্গ বিনু নাই দেখে অ খি তবে কৃষ্ণ এই ৰূপ দেখে নিজ কুগু । তাহাতে যে আছে ঐছে নৰ্ম্ম সখা কুঞ্জ। সুবল মধুমঙ্গল উজুল অজুন। গন্ধৰ্ব্ব কোকিল আর বিদগ্ধাদিগণ । দক্ষ সনন্দন আদি যত সখাচয় ৷ নিজ নিজ নাম নৰ্ম্ম সখা কুঞ্জ হয়। রাধিক ললিতা আদি যত সখী গণে। সব কুঞ্জ দিয়াছেন করিয়া বন্টনে ॥ শুমকুণ্ডের বায়ু কোণে সুবলের কুঞ্জ। মানসপাৰন নাম ঘাট মনোরঞ্জ । সে কুঞ্জ লইলা বাটি রাধা-সুবদনী । প্রত্যহ আগ্রহে স্নান করেন আপনি ৷ কৃষ্ণ পদে জন্ম কুণ্ডের সেই তুল্য মাধুরী। কৃষ্ণ স্পর্শ সুখ পায় তাতে স্নান করি। মধুমঙ্গলের কুঞ্জ কুণ্ডের উত্তরে । পরম সুন্দর কুঞ্জ ললিতাঙ্গী করে। উজ্বল নন্দদ কুঞ্জ কুণ্ডের ঈশানে। বিশাখাঙ্গী কৃত কৈলা সে কুঞ্জ আপনে ॥ এই ক্রমে কুণ্ডের যত সখা কুঞ্জগণ । সব সখী নৈলা তাহ ৰিভাগ কারণ শ্যামকুণ্ড পুৰ্ব্ব রাধাকুণ্ডের পশ্চিমে। দুই ঘাটে নর পশু করে স্নান পানে । লীলা অনুকূল জন সাধকাদি গণে । যে ৰূপ কহিল ঐছে পায় দরশনে। অন্য লোকে স্ফুরে এই সাধকের সম। এইত কহিল দুই কুণ্ডের বর্ণন। অতঃপর বৃন্দাদেবী দেখি কৃষ্ণচন্দ্র । দুই পুষ্প আনি দিলা পাইঞ আনন্দ । তবে বৃন্দ দেবী নিজ কৌশলাদি যত । কৃষ্ণকে দেখায় কুঞ্জ সামগ্র্যাদি কত ॥ সামগ্রী দেখিয়া রাই স্মৃতি করাইল । কুণ্ডের ঈশাম কুঞ্জে কৃষ্ণে লঞা গেল ॥-মদনানন্দদা নাম বিশাখার কুঞ্জ । পুষ্পময় সব স্থল ভ্রমরাiদ গুঞ্জ ৷ কৃষ্ণ মনে হৃষ্ট হৈল। সে
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।