পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ গোবিন্দ লীলামৃত । কুঞ্জ দেখিয়া রহিল। কৰ্ত্তব্য লীলা সঙ্কপ করিয়৷ বিশাখার শিষ্য মঞ্ছমুখী বৃন্দা সনে । করিয়াছে বহু বিধি সামগ্ৰী সাধনে। তাহ দেখি কৃষ্ণচন্দ্র উৎকণ্ঠিত হৈলা। বৃন্দাদেবী প্রতি কিছু কহিতে লাগিল। ভাগ্যে যদি প্রিয়া এথা আইসে বিন্ধ বিনে। তবেসে সাফল্য কুঞ্জ সামগ্র্যাদি গণে।। তুলসী দেখিয়া গেলা শৈব্যা মোর কাছে । শুনিয়া রাধিক এথা না আইসে পাছে। অতএব কেহু যাঞা কহয়ে তাহারে। শৈব্য এথা নাই আমি আছি একেশ্বরে ॥ ধনিষ্ঠ তৎকাল তুমি করহ গমনে । আমার অবস্থা এই কহ তার স্থানে ॥ যাতে হুৈতে কন্দপের উদ্দীপন হয়। যাতে হৈতে মনে অতি লালসা বাঢ়য়। প্রণয়ে दाङ्ा कद्वि वृक्षं वानरॆन। । *ौञ्ज ५थं यान ब्राँ बिलश्च তেজিয়া। বৃন্দ। তুমি এক সর্থী রাখগোষ্ঠপথে । কোন সখা আইসে পাছে মোরে অন্বেষিতে। তবে তীরে প্রতারণা করিয়া ফিরায় । এই কাৰ্য্য কর তুমি বড়ই ত্বরায় ৷ গৌরী কুও পথে রাখ সখী এক আর ৷ শৈব্য আদি আইলে করে বঞ্চনা প্রকার। পক্ক রম্ভ ফলে মধুমঙ্গলের আখি । বৃন্দাকে কহেন কৃষ্ণ তার লোভ দেখি ॥ বটুর উদর ভর পক্ক রম্ভ ফলে। এত শুনি বট কিছু হান্ধি কৃষ্ণে বোলে ॥ বৃন্দার কি দায় তোমার আজ্ঞা প্রমাণ । এত কহি খায় রন্ত যত মনোমান ৷ যথা যথt কহে কৃষ্ণ সখি নিয়োজিতে। তথা তথা বৃন্দাদেবী লাগে পাঠাইতে । তাসবা পাঠাঞা কৃষ্ণ রহে উৎকণ্ঠাতে । নেত্র আরোপিয়ারহে রাধিকার পথে ॥হাস্য সহ মুখপদ্ম দেখিতে তাহার কৃষ্ণ চিত্ত উৎকণ্ঠাতে ভরিল অপার । শতেক জলধি প্রায় গভীরতা যার। সে কৃষ্ণ অধৈৰ্য্য ক্ষণে লক্ষ যুগাকার ॥এহোত বিচিত্রনহে প্রণয় স্বভাব সহজেই এই মত অন্যোন্যতে ভাব৷