পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R গোবিন্দ লীলামৃত । গ্ৰীকৃষ্ণচৈতন্য-সেই, তার পদে প্ৰণতি বহুত : হীরাধিক প্রাণবন্ধু, পাদপদ্ম নখইন্দু, ব্রহ্মা শিব শেষ অগোচর। প্রেম সেবা সাধ্য যেই, গাঢ় লোভে মিলে সেই, ব্রজবাসি চরিত তৎপর। রাগপথে পথি হৈয়া, ব্রজভাবে প্রবেশিয়া,যে লভি ল নৈত্বিক সেবন । মানসের সেবা সেই, বিস্তার করিয়ে এই, প্রণমিঞা তাহার চরণ ৷ নিশা অন্তে কুঞ্জ হৈতে, প্রবেশয়ে গোষ্ঠনিতে, গোদোহন ভোজনাদি লীলা । প্রাতঃকালে সায়ং কালে, খেলে সব সখা মিলে, গোচারণ সঙ্গবের বেলা ! মধ্য হ্নে রজনীকালে,রাধ সঙ্গে সুবিহারে, মৃন্দাবনে সেই মহানন্দে অপরাহ্নে গোষ্ঠে যান, প্রদোষে সুহৃদ স্থান, সেই কৃষ্ণ রাখু রসকন্দে। আমি যে অপটু অতি, তটহু বুদ্ধের গতি, অতি অপাত্ৰ আওঁ হাড়ি যেন। কৃষ্ণলীলা রস সার, তাহে চাহি রাখিবার, বৈষ্ণবের হাস্য সুবদ্ধন৷ কৃষ্ণ লীলামৃতার্ণবে, বিহরে বৈষ্ণব সবে, নিরবধি হিত দাতাগণ আদোষ দরপি চিত, সদা করে পরহিত, শুনি ইহা হরষিত মন ৷ শ্ৰীৰূপ সন্নটরাজ, কৈল যে নাটক কায, কৃষ্ণ লীলামৃত রসময়। ব্রজে র বৈষ্ণবগণ, তাহে আছে নিমগন, সবে হয় রসের আলয় ॥ তাঁর আগে মোর বাণী, হাস্য প্রকাশন মানি, তণ্ড প্রায় বচন আমার । যদি মন্দ বাক্য অতি, তথাপি বৈষ্ণব তথি, হইবেন হরিষ বিস্তাব ৷ ভাগবতাদি শাস্ত্রে কহে, কৃষ্ণ কথা উক্তি যাহে, তাতে সৰ্ব্ব পাপ বিনাশয় । বর্ণনে গোবিন্দ লীলা, মন্দ বাক্য আর্য্য শিলা,সাধুগণ সদা আদরয়। মোর মুখ মরুস্থল, বাণী, খিন্ন ৰূপ চর, গোকুল উন্মুখী বাক্যগণ। বৈষ্ণবের কর্ণনদী,