গোবিন্দ লীলামৃত। v ふ গণ। মৃগাবলি বৃষ দেখি আনন্দিত মন। নদী মধ্যে পক্ষততে ভ্রমরার পাতি । খঞ্জন যুগল নাচে তাতে মদে,মাতি ৷ দেখি তে কৃষ্ণের মুখপদ্ম স্মতি হৈল। মুখ নেত্ৰ অলকাদি করিয়া মানিল । মঙ্গল শকুন গণ এমতি দেখিয়া । বিবিধ কুটিল হাস্য উল্লাসিত হয়্যা । সহচরী সঙ্গে চলে গজেন্দ্র গমনী । কানন নিকটে গেল। সুচন্দ্ৰ বদনী ॥ সখীগণ কহে দেখ বনে র মাধুরী। মাধবীয় শোভা আছে পরবেশ করি। বৃক্ষ লত। প্রফুল্লিত সৌরভ পুরিত। চটকের ধূনি মলি পিক গায় গীত শ্বামলতোজ্জ্বল আর তিলক বিকাশ । বিশান অৰ্জ্জুন হলি প্রিয়পরকাশ। শিখীদল শ্রেণীভূষা চম্পক কেশরা কাঞ্চন বিদ্রুল মালা, অতি মনোহর। তমালের কান্তিগণ দেখিতে সুন্দরা গুঞ্জাপুষ্প বিরাজিত ছায়। শ্রমহর। বেণ, ধৃনি মনে হরচন্দনাদি গণ মন্মথ শঙ্কল নব বয়স লক্ষণ ॥ দেখ সখী বন নহে কৃষ্ণ তনু সম । অতএব কহি নহে অতি অনুপম। যে খানে যেখানে দেখে সুচন্দ্ৰ বদনী । সেখানে সেখানে সব কৃষ্ণ তনু মানি।সেখানে২ হৃদি বিন্ধে মনোরথে । সেবাণে বিহ্বল হয়ে চলে সেইপথে রাই সখীগণ সহ ঐছন বেষ্টিত। তৈছ ন দেখিয়ে বন শোভায়ে রচিত। প্রফুল্ল সহচরী সহ অলি বনমাল রিশাখাদি করে ছায়। মদন আকুল ॥প্রফুল্ল মঞ্ছল সব স্বৰূপ শোভিতা। সুশীতল কুঞ্জ কৃষ্ণইন্দ্রিয় তৰ্পিত সুৰয় সুসমা পূর্ণবৈকল্য বাসকা সব বন শোভা যেন সসখী রাধ কা। বন দেখি রাই-মনে সন্দেহ জন্মিলা বিচার করিতে অতি চিন্তিত হইলা । যুথেশ্বরী বৃন্দ সখী সঙ্গেত করিয়া কৃষ্ণের উদ্দেশ করে বনে প্রবেশিয়া ৷ সৰেই নিপুণ কেন কৃষ্ণ ন পাইবে । রসলোভি কৃষ্ণ পাইলে কেন বা ছাড়িৰে ৷ এইকালে
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।