পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ଈ ୬ গোবিন্দ লীলামৃত । পথে দেখে মৃগ আর শিখা কৃষ্ণুমূগী শিখী বুদ্ধি হৈল ভাই। দেখি ৷ তমাল বৃক্ষের খুলে সুবর্ণের চারা । হেমযুথি ল হ1 তাহা বেঢ়িয়া উঠিল। শাখা অগ্রভাগে নাচে বহু শিখীগণ । দেখি বিচিকীর্ষ হৈলা রাধিকার মন । প্রেম ঈর্ষ সৰ্পে আসি করিলা দংশন নষ্ট হৈল যতং বুদ্ধি বিচক্ষণ ॥ভ্র ভঙ্গি করিয়া দেখে অতি রোম চিত্তে । ধনিষ্ঠীকে নিতস্বিনী লাগিয়া কহিতে কি দেখিয়ে ধনিষ্ঠক সম্মুখে আমার । তেহে কহে কোথ। কিবা দেখ তুমি আর । রাই কহে দেখ আগে কি কহিব আমি । তেহে কহে বন মাত্র এই সত্য জানি। রাই কহে তবে এই সম্মুখে কি হয়ে । তেহে কহে বন বিনু অন্য किकू नय्इ ॥ ब्राई कश् धूड नज মিলিয়া না চাও। অপু ধ্ব শঠেন্দ্র নৃত্য দেখিতে না পাও ৷ ললিত। প্রভূতিগণে কহে তবে রাধা। বিরস বদনে কহে পাঞ যেন বাধা ! কৃষ্ণ নটনটী সঙ্গে দেখ সখীগণ । ধনিষ্ঠ আনিল যাহা দর্শন কারণ ॥রতি চোর কৃষ্ণ তার দূতী ধনিষ্ঠিকা। এই সব দেখা ইরা সুখী কৈলাধিক । কৃষ্ণের সুরঙ্গ দেখ রঙ্গিণী ছাড়িয় । বিলাস করিছে অন্য হরিণী লইয়। আমারে দেখিয়া তারে ত্যাগ নাহি করে। শঠ সঙ্গে সঙ্গী হঞা শঠতা অচিরে । কৃষ্ণের ময়ূর দেখ তাগুৰী ধৃষ্টত। আমার সঙ্গিনী সখী ত্য জিয়া সৰ্ব্বথা৷ অন্যময় রীর সনে বিলাস করয়ে । আমারে দেখিছে তবু তারে না ছাড়য়ে ৷ এই সব কথা শুনি হাসে ধনি ষ্টিকু। কহয়ে তোমার নাট দেখিল অধিকা। যে সব শুনিল এই তুয়া নাট কথা শুনি সব সুখী সুখ পাইলা সৰ্ব্বথা। কৃষ্ণের নিকটে সব কাইব যাইয়া । অতি সুখি হবে তেহেঁ । এ নাটগুনিয়া ৷ গুণজ্ঞ নিকটে যদি গুণ কথা হয়। শুনিতেই