পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । సె: তার চিত্তে সুখ উপজয়। যেখানে অত্যন্ত রাগ তাঁর এই রীতি। সুলভ হইলে কৃষ্ণ দুল্ল জ্ঞতা লুপ্ত। কৃষ্ণপ্রাপ্তি সদারাই দুল্লভ মানয়ে। মানাবিধ বিষ্ম শঙ্কা মনে উপজয়ে । সর্থীবৃন্দ মুখে হাস্য দেখি সুবদনী সবিস্ময় হঞা মনে তবে অনুমানি ॥ পুনৰ্ব্বার দেখে ধনী তরু সঙ্গে লতা । তাহতে হইল রাই অতি সলজ্জিত ৷ এইৰূপে কৃষ্ণ সঙ্গ রঙ্গ লাগি ধনী। প্রেমেত উন্মত্তা মনে নানা ভ্রম মানি । বৃন্দাবন দেখি কৃষ্ণ মাধুর্য্য লালসা উদ্দীপনগণ বহু বাঢ়াইল আশ ॥ এইৰূপে গেল। রাই স্থৰ্য্যের ভবন । কামরণ বাট নাম কুঞ্জ বিলক্ষণ । পুষ্প ময় কুঞ্জ তাতে আছে স্থৰ্য্যমুৰ্ত্তি। তথা যাই কৈলা ধনী তাহাকে প্রণতি। বদ্ধাঞ্জলি হএ বর মাগেন তাহারে। নিৰ্ব্বিঘ্নে ক্লষ্ণচন্দ্র সঙ্গ হউক মোরে । প্রতিমা দেখিল অতি প্রফুল্ল বদন। তাহ দেখি হৈল রাই প্রফুল্ল ত মন ॥পুনঃ তারে প্রণাম করিয়া চলে ধনী । পুজার সামগ্ৰী সঙ্গে রাখে কথোজনি ॥ ললিতার অজ্ঞ। পাঞা দাসিরা রহিলা । তবুে সব সখী সঙ্গে কুঞ্জে প্রবেশিলা। কৃষ্ণাঙ্গ সৌরভে পুর্ণ হৈল সেইস্থল ৷ মূগ মদসহ যৈছে নীল উৎপল । সে গন্ধ পাইয়ারাই আপনা পা সরে। উনমত্ত ভূঙ্গ প্রায় ইতস্তত চলে। .ঙথা কৃষ্ণ রাধিকাঙ্গ সৌরভ্য পাইলা। কাশ্মীর আয়ু জলিপ্ত সুগন্ধি ভরিলা সৰ্ব্ব বনময় গন্ধে ব্যাপ্ত হঞা রহে। গোবিন্দ নাসার ঘূর্ণ তাতে শীঘ্র হয়ে । পুলকে ভরিলা অঙ্গ জড়ত হইলা। রাই আগমন জানি বৃন্দ পাঠাইলা। বৃন্দাদেবী আইলা যদি রাইর নিকটে নরাখjয়া কুঞ্জ রাজধামু নবতটে। বৃন্দাকে দেখিয়া রাই মহোৎসুক হৈলা। স্ব অভীষ্ট সিদ্ধি মূৰ্ত্তি তাহারে দেখিলা।" কৃষ্ণোহুংস ইন্দীবর যুগল আনিয়া । রাই হস্তে দিলা বৃন্দ