స్వె গোবিন্দ লীলামৃত। আনন্দ পাইয়৷ ৷ কৃষ্ণ অঙ্গ সঙ্গ গন্ধ তাহাতে লাগিলা । তাহ। র পরশে কৃষ্ণ পরশ জাগিল৷ uতাহাতে উম্ভব হৈল যন্ত ভাব গণ যত্ন করি রাই তাহা কৈলা আবরণ। বৃন্দাদেবী দেখি পুছে তবে সুনয়নী। সংলাপ আখ্যান এই শাস্ত্রেত বাখানি ॥ রাই কহে বৃন্দা তুমি আইলা কোথা হৈতে। বৃন্দ কহে কৃষ্ণ পাদনিকট হইতে । সুধামুখী কহে তেহে আছে কোনস্থানে। তেহোঁ কহে বসিয়াছে তুয়া কুগুবনে ॥ নিতস্বিনী কহে তাহ। কি কৰ্ম্মকরয়। তেহেঁ কহে নৃত্যশিক্ষা আবেশেরহয়। রাই কহে গুরু কেৰী করাইছে শিক্ষা। তেন্থে কহে দশদিগে ভুয়া মূৰ্ত্তি দীক্ষা। তরুলতা আগে আগে নটা হঞানাচে। কুষ্ণচন্দ্র নাচি ফিরে তার পাছে পাছে ॥রাই কহে বৃন্দা তুমি না জান বিশেষ চন্দ্রাবলী লাগি তার এতেক আবেশ। শৈব্য বায়ু পদ্মা সখীগন্ধ আনি দিল । সেই গন্ধ কৃষ্ণ ভূঙ্গ উন্মত্ত হইল। বৃন্দা কহে সত্য রাধে যে কহিল তুমি। তাহার বিশেষ শুন যে কহিয়ে আমি। কৃষ্ণ বাণী বঞ্চন বায়, শৈব্য উড়াইলা । চন্দ্র। বলী সহ গৌরী তীর্থে লঞ্চ গেল। তবে সুধামুখী কহে কি কাষ সে কথা। স্নানার্থ যাইব শুমকুণ্ড আছে ৰথ৷ পাতাল গঙ্গার জলে স্নানাদি করিয়া । বুদ্ধা আজ্ঞা মিত্রপূজা করিব যাইয়। পূজা করি শীঘ্ৰ নিজ গৃহে যাইতে চাই ! তবে বৃন্দ দেবী প্রতি পুনঃ পুছে রাই। বৃন্দা তুমি কোথা যাবে বল সুনি শ্চয়। বৃন্দ কহে তুয়া পাদপদ্ম সে আশ্রয় ॥নিতস্বিনী কহে কিরা আছে প্রয়োজন বৃন্দ কহে কহি তুরা রাজ্য বিবরণ। রাই কহে কহ শুনি কেমন বৃত্তান্ত। বৃন্দ কহে শ্ৰীমাধৰ শোভা তে নিতান্ত। রন্দাবন বাঞ্ছে তুয়া কৃপাবলোকন। এই সব সমাচার কৈম্বুলিবেদন ॥শুনি কহে কুন্দলতা প্ৰগলভ চরিত11
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।