পাতা:গৌড়লেখমালা (প্রথম স্তবক).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



শক্রসেন-প্রস্তরলিপি।

 শ্রীধার্ম্মভীম নামক কোন বিখ্যাত ব্যক্তি বর্ত্তমান ছিলেন। তাঁহার প্রকৃত নাম শক্রসেন (?) “সিন্ধূদ্ভব” বলিয়া [৩ পংক্তিতে] তাঁহার বংশ-পরিচয় উল্লিখিত আছে। তিনি জগতের দুঃখশান্তিরলিপি-বিবরণ। নিমিত্ত “মুনির” [বুদ্ধদেবের] একটি প্রতিমা করাইয়াছিলেন। ইহাই এই সংক্ষিপ্ত লিপির ঐতিহাসিক বিবরণ। প্রথম শ্লোকে মঙ্গলাচরণ এবং দ্বিতীয়-তৃতীয় শ্নোকে প্রতিষ্ঠাতার পরিচয় উল্লিখিত আছে।


প্রশস্তি-পাঠ।

कृत्वा मैत्रीं तनुत्रं स्फुरदुरुकरुणा-खड़्ग मालम्बयन् यः
स्फूर्ज्जत्-कन्दर्प-सेना-प्रलय-जलनिधे र्द्ध्वानभीमप्रमोषी।
कल्पान्तादीप्त-वह्निज्वलितरवपुः क्रोध-जिह्मीकृ-
तभ्रुं
जिग्ये निर्व्वान्त-हेमद्युतिः[]-ललितवपुः सोस्तु भूत्यै जिनो वः॥১॥
यः शारदेन्दु-किरणोज्वल-कीर्त्तिपुञ्जः
सम्बुद्ध-पाद-शतपत्र-मनःषड़ङ्घ्रिः।
श्रीधार्म्मभी-
म इति च प्रथितः पृथिव्यां
सिन्धूद्भवो भव[] दनल्प-कृपार्द्द(र्द्र)चित्तः॥২॥
तेनेयं शकसेनेन[] कारिता प्रतिमा मुनेः।
काङ्खताऽनुत्तरां बोधिं जगतो दुःख-शान्तये॥৩॥
श्रीगोपालदेव-राज्ये।


বঙ্গানুবাদ।

(১)

 যে নির্ব্বাণ-সুবর্ণদ্যুতিসম্পন্ন-ললিত-কলেবর জিন[] [বুদ্ধ]দেব মৈত্রীকে বর্ম্ম [রূপে আশ্রয়]

  1. দ্যুতি-শব্দে যে বিসর্গ-চিহ্ন দেখিতে পাওয়া যায়, তাহা লিপিকর-প্রমাদের নিদর্শন বলিয়াই বোধ হয়।
  2. চক্রবর্ত্তী মহাশয় “ভাবদনল্প”-পাঠ মুদ্রিত করিয়াছেন;—প্রস্তরফলকে “ভবদনল্প” আছে।
  3. চক্রবর্ত্তী মহাশয় “শক্রসেন” পাঠ মুদ্রিত করিয়াছেন; প্রস্তর ফলকে তাহা স্পষ্ট দেখিতে পাওয়া যায় না।
  4. অমরকোষে [১৷১৷১৩] বুদ্ধদেবের নামাবলীর মধ্যে “জিন” নামটিও দেখিতে পাওয়া যায়।

৮৯