পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

苓8 গৌড়ীয়-সাহিত্য ধারণ করতে শিখবে, সেদিন বিশ্বে সত্য-সত্যই সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাস্তল রাজ্য স্থাপিত হ’বে । গৌড়ীয় শিল্প-সাহিত্য গৌড়ীয়-শিল্প-সাহিত্য শিল্প-বিশ্বের শীর্ষোপরি নৃত্য করেছ। কথা-শিল্পে, গ্রন্থন-শিল্পে, সন্দর্ভ-শিল্পে, সঙ্গতিশিল্পে অথবা বাৎসায়নোক্ত নৃত্য-গীত-বাদ্যাদি চতুঃষষ্টি বাহ্ক্রিয়, আলিম্পনাদি চতুঃষষ্টি আভ্যস্তরক্রিয়া, কারুকৰ্ম্মগ্রহ প্রভূতি কলা-কলাপে গৌড়ীয়-শিল্প অদ্বিতীয়। প্রতিমাপ্রকাশ, শ্ৰীমন্দিব-নিৰ্ম্মাণ, শিলাপীঠ, লিঙ্গপীঠ, রথনিৰ্ম্মাণ, অলঙ্কার-নিৰ্ম্মাণ প্রভৃতি যে-কোন বিষয়ে গৌড়ীয়শিল্প বিশ্ব-সাহিত্যের অবিকৃত আদি কারণরূপে বিরাজমান ; কারণ, স্বয়ং শিল্প-নায়কই গৌড়ীয়-সাহিত্যের প্রতিপাদ্য বিষয় । ললিতাক্ষেপ, মহারাজ লীলা প্রভৃতি ভঙ্গ, দ্বিভঙ্গ, ত্রিভঙ্গ, অনুভঙ্গ ও অতিভঙ্গ প্রভূতি চারু ললিত দেহংস্থান একমাত্র শিল্প-নায়ক ললিতত্রিভঙ্গ শু্যামমুন্দরেই পূর্ণমাত্রায় বিরাজমান। বিশ্বকৰ্ম্মাদি দেব-শিল্পী বৈকুণ্ঠশিল্পিগণেরই আংশিক ও অপূর্ণ শিল্পকলা বিস্তার করেছেন। বৈকুণ্ঠ-শিল্প হ’তে দ্বারকার ও তদপেক্ষা মথুরার শিল্প আরও শ্ৰেষ্ঠ। আর বৃন্দাবনীয় শিল্পের—ষা’র প্রচার নৃলোকে অসম্ভব ছিল, সেই শিল্পই গৌড়ীয়-সাহিত্য অঙ্কন ক’রেছেন। র্যা’রা শ্ৰীউজ্জ্বলনীলমণি, শ্ৰীগোবিন্দলীলামৃত,