পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > ミ গৌড়ীয়-সাহিত্য করবার জন্তে–গৌড়ীয়-সাহিত্যের এক নবযুগ রচনা করবার জন্যে, বিশেষতঃ গৌড়ীয়-গন্ত-সাহিত্যের ভাণ্ডার সম্বৰ্দ্ধিত করবার জন্যে গৌড়দেশে অপ্রাকৃত রূপানুগ নিত্যসিদ্ধ সাহিত্যিকবর ঠাকুর ভক্তিবিনোদ অাবিভূতি হ’লেন । ঠাকুর ভক্তিবিনোদ গৌড়ীয়-সাহিত্য-ভাণ্ডারে শতাধিক গ্রন্থ প্রদান ক’রে গৌড়ীয়-সাহিত্য-ভাণ্ডারকে এক নবীন সৌন্দর্ঘ্যে মণ্ডিত করলেন। নিত্যসিদ্ধ গৌড়ীয়সাহিত্যিকবর ঠাকুর ভক্তিবিনোদের সাহিত্য-সম্পুট স্বতঃই সম্পূর্ণ। তার সাহিত্যে স্বত্র-সাহিত্য, কারিকাসাহিত্য, শ্লোক-সাহিত্য, গীতি-সাহিত্য স্তোত্র সাহিত্য, কাব্য-সাহিত্য, উপন্যাস-সাহিত্য, দর্শন-সাহিত্য, বিজ্ঞানসাহিত্য, অনুবাদ-সাহিত্য, ভাষা-সাহিত্য—সকলই আছে । তিনি কেবল যে গৌড়ীয়-ভাষায় গৌড়ীয়-সাহিত্য প্রকাশ ক’রেছিলেন, তা’ নয়, ইংরেজী, সংস্কৃত, হিন্দি, উর্দু, প্রভৃতি ভাষায়ও সর্বপ্রথমে তিনি গৌড়ীয়ের ঠাকুরের প্রচারিত শুদ্ধভক্তির কথা জগতে প্রচারিত ক’রেছেন । গৌড়ীয় গোস্বামিগণের গ্রন্থাবলীর অকৃত্রিম নিৰ্য্যাস-পীযুষধারা একমাত্র ভক্তিবিনোদ-সাহিত্যেই গদ্য ও পদ্যের মধ্য দিয়ে বৰ্ত্তমানযুগে প্রকাশিত হ’য়েছে। গৌড়ীয় আচাৰ্য্যগণ অনেকেই শ্ৰীবৃন্দাবনধাম সম্বন্ধে অনেক সাহিত্যগ্রন্থ লিখেছেন। ঐনরহরি চক্ৰবৰ্ত্তী, শ্ৰীপরমানন্দ দাস প্রভূতি শ্ৰীনবদ্বীপধাম সম্বন্ধে অতি সংক্ষেপে কিছু কিছু কথা