পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য ృ్ఫ రి বললেও নবদ্বীপধাম-সম্বন্ধে বিপুল-সাহিত্য একমাত্র ঠাকুর ভক্তিবিনোদই প্রচার ক’রেছেন। র্তা’র শ্রীনবদ্বীপধামমাহাত্ম্য, শ্ৰীনবদ্বীপশতক-পদ্য, প্রমাণখণ্ড, শ্ৰীনবদ্বীপভাবতরঙ্গ, সিদ্ধিলালস প্রভূতি ধামসম্বন্ধী গ্রন্থ গৌড়ীয়-সাহিত্যভাণ্ডারের অমূল্য সম্পদ। স্ফোট-সাহিত্যের কথা ঠাকুর ভক্তিবিনোদ শ্রীহরিনাম-চিন্তামণি গ্রন্থে যেরূপ প্রকাশ ক’রেছেন, সেরূপ সুন্দর বিশ্লেষণ গৌড়ীয়-সাহিত্যে আমরা আর লক্ষ্য করতে পারি নাই। এতদ্ব্যতীত পদাবলী ও গীতি-সাহিত্যেও তিনি অনেক গ্রন্থ রচনা ক’রেছেন । র্তা’র কল্যাণকল্পতরু, গীতমালা, গীতাবলী, রূপানুগভজনদর্পণ, মনঃশিক্ষা, শরণাগতি, শোকশাতন, চাদবাউলের সঙ্গীত, শ্রীনামহট্টের গুটিকা প্রভৃতি গৌড়ীয়-পদাবলী সাহিত্যের উজ্জ্বলরত্ন। অনুবাদ-সাহিত্যের মধ্যে সম্বন্ধতত্ত্বচন্দ্রিক, সারার্থবর্ষিণীর রসিক-রঞ্জন-ভাষাভাষ্য, গীতাভূষণভায্যের বিদ্বদরঞ্জন-ভাষাভাষ্য, তত্ত্বমুক্তাবলীর ভাষা-ভাষ্য, ব্ৰহ্মসংহিতার ‘প্রকাশিনী’, কৃষ্ণকর্ণামুতের ভাষা-ভাষ্য, সিদ্ধাস্তদর্পণের ভাষাভাষ্য, উপদেশামৃতের পীযুষবর্ষিণী-বৃত্তি ও উপদেশামুত-ভাষা, ভাগবতামৃতের ভাষা-ভাষ্য, ঐচৈতন্যচরিতামৃতের অমৃতপ্রবাহ ভাষা, শ্ৰীভাগবতামৃত, ভজনাযুত, সঙ্কল্পকল্পদ্রুম, বিলাপকুসুমাঞ্জলি প্রভূতির ভাষা-ভাষ্যগুলি প্রসিদ্ধ। র্তা’র ইংরেজী-সাহিত্যের মধ্যে উড়িষ্যার মঠ, ভাগবত-স্পচ, রিফ্লেক্সন, ঠাকুর-হরিদাসের সমাধি-সম্বন্ধে br