পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

">>8 গৌড়ীয়-সাহিত্য কবিতা, পুরীর জগন্নাথ-মন্দির ও পুরীর আখড়া প্রভৃতি এবং নিত্যরূপসংস্থাপনমূ-সম্বন্ধে রিভিউ, শ্ৰীমন্মহাপ্রভুর জীবনী ও শিক্ষ। প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । র্তা’র উর্দুভাষায় রচিত “বালিদে রেজেক্ট” এবং সংস্কৃত-ভাষায় শ্ৰীকৃষ্ণসংহিতা, শিক্ষাষ্টকের সন্মোদনভাষ্য, ভাবাবলীর সংস্কৃতটীক, শ্রীচৈতন্তোপনিষদের টীকা, সটীক আমায়সুত্র, তত্ত্বস্বত্র, ঈশোপনিষদের বেদার্কদিধীতি, গৌরাঙ্গস্মরণমঙ্গল-স্তোত্র, স্বনিয়মম্বাদশকম প্রভৃতি গ্রন্থসমূহ এবং গোস্বামিগ্রন্থ-দুগ্ধসমুদ্রের নবনীত-সরস্বরূপ ও গোস্বামি-গ্রন্থাবলী বুঝবার উপক্ৰমণিক ও ৫ বেশিকাস্বরূপ ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীজৈবধৰ্ম্ম, শ্রীচৈতন্য-শিক্ষামৃত, শ্ৰীভাগবতার্কমরীচিমালা, তত্ত্বস্বত্র, অামায়স্থত্র, তত্ত্ববিবেক এবং শ্ৰীসজ্জনতোষণীর প্রবন্ধমালা, অমৃতপ্রবাহ-ভাষ্য শ্ৰীমন্মহাপ্রভুর-শিক্ষা, শ্রীকৃষ্ণসংহিতা, শ্ৰীহরিনাম চিন্তামণি, ভজনরহস্ত প্রভৃতি গ্রন্থ গৌড়ীয়-সাহিত্য-জগতে অতুলনীয়। {. শ্রীচৈতন্য-সারস্বত-সাহিত্য গৌড়ীয়-সাহিত্য-ভাণ্ডারে এসকল সাহিত্যরত্ন প্রকাশিত হ’বার পরও যখন আমরা সাহিত্য-চৰ্চার নামে সাহিত্যের মঞ্চনাময় আবরণে আবৃত হ’বার বিপদ বরণ করে নিচ্ছিলাম—সাহিত্যকে কৃষ্ণেন্দ্রিয়তপণে নিযুক্ত না ক’রে আত্মেন্দ্রিয়-তপণে অথবা রাহিত্যের অভিযানে নিযুক্ত