পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য २8) “শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান ? পূৰ্ব্বরাগ, অনুরাগ, মান, অভিমান, অভিসার, প্রেমলীলা, বিরহ, মিলন, বৃন্দাবন-গাথা—এই প্রণয় স্বপন ? শ্রাবণের শর্বরীতে কালিন্দীর কুলে চারি চক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে সরমে, সন্ত্রমে,—একি শুধু দেবতার ? এ সঙ্গীত রসধারা নহে মিটাবার, দীন মৰ্ত্ত্যবাসী এই নরনারীদের প্রতি রজনীর আর প্রতি দিবসের তপ্ত প্রেমতুষা ? সত্য ক’রে কহ মোরে হে বৈষ্ণব-কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি ? কোথা তুমি শিখেছিলে এই প্রেম-গান বিরহ-তাপিত ? হেরি কাহার নয়ান, রাধিকার অশ্রু-আঁখি পড়েছিল মনে ? কল্পনা-শিল্পী এই প্রাকৃত-কবির কবিত্ব প্রকৃতির সহজ ধারণায় পুষ্ট। প্রাকৃত সাহজিকের সম্ভোগ-বুদ্ধি যে এরূপ কত কি প্রলপময়ী কবিতা স্বষ্টি করবে, তাতে আর