পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

voje গোড়ীয়-সাহিত্য আশ্চৰ্য্য কি ? পুরষকণবাহী মক্ষিকা যেরূপ মধুমক্ষিকারঃ সহজ সৌভাগ্যের প্রতিযোগিতা করবার জন্য আপনাকে মধুমক্ষিকা কল্পনা ক’রে স্বচ্ছ কাচভাণ্ডে মুরক্ষিত মকরন্দকে আপনার আয়ত্ত-বস্তু জ্ঞানে আস্বাদন করতে ধাবিত হয়, কিন্তু হায়, সে যেমন মকরদের মধুর আস্বাদ পায় না— কখনও পেতে পারে না, সেইরূপ চিদবিলাস-বৈচিত্র্যের খণ্ড প্রতিফলিত ছলনাময়ী ছবিতে আত্মহারা প্রাকৃত কবি অপ্রাকৃতের কথা বুঝতে পারে না ! অপ্রাকৃত বৈষ্ণব-কবি বিরাটের বিকৃত প্রতিচ্ছবি হ’তে অপ্রাকৃত স্বরাটের প্রেমছবি মনোধৰ্ম্মের কাল্পনিক তুলিকায় অঙ্কিত করেন না-এ কথা বিরাটের গ্রাম্য-কবি বুঝতে পারে না ! অপ্রাকৃত-কবি অপ্রাকৃত-বিপ্ৰলন্তগীতি প্রাকৃত নায়ক-নায়িকার ক্ষুদ্র অপস্বার্থের পুতিগন্ধযুক্ত কামগান হ’তে শিক্ষা করেন নি— একথা গ্রাম্য-কবি বুঝতে পারে না ! অপ্রাকৃত অদ্বিতীয় কামদেব ও পরদেবতা বৃষভানুনন্দিনীর অপ্রাকৃত লীলা প্রাকৃত কামগন্ধদুষ্ট নায়ক-নায়িকার চিত্ৰ হ’তে অধোক্ষজ বৈষ্ণব-কবি কল্পনা করেন নি, বিরাড-বিমোহিত প্রাকৃতকবি তার ক্ষুদ্র বুদ্ধি নিয়ে ধারণা ক’রে উঠতে পারে না ! ”কামুকাঃ পশুন্তি কামিনীময়ং জগৎ”—তাই বিরাড-বিহবল গ্রাম্য-কবি তা’র শত-ছানিপড়া কাম-চক্ষু দিয়ে প্রেমের রাজত্বের অপ্রাকৃত মধুরিমা দেখতে পায় না ! এজন্তই বৈষ্ণব-কবি গেয়েছেন,—