পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য (to শ্ৰীজয়দেব-কবির— সান্দ্রানন্দপুরন্দরাদিদিবিযদুৰ্বন্দৈরমন্দাদরাদানস্ত্রৈমুকুটেন্দ্ৰনীলমণিভিঃ সন্দর্শিতেনৗবরম্। স্বচ্ছন্দং মকরন্দসুন্দরগলন্মন্দাকিনীমেকুরং শ্ৰীগোবিন্দপদারবিন্দমশুভস্কনায় বন্দমহে ॥ —কিরূপ অপ্রাকৃত-ছনেদানায়কের পদারবিন্দের মকরন লুণ্ঠন ক’রছেন। গৌড়ীয়ের অপ্রাকৃত কবিকুল-শিরোমণি সাহিত্যের দ্বিতীয় সান্দ্রমূৰ্ত্তি শ্রীরূপপাদকে কেহ কেহ প্রাকৃত কবিকুলসম্রাট কালিদাসের সঙ্গে তুলনা দিয়ে থাকেন। কিন্তু যারা শ্রীরূপের অপ্রাকৃত কবিত্ব-রসামৃতসিন্ধুর একটী বিন্দু স্পর্শ করবার অধিকার লাভ করতে পেরেছেন—যা’র নিরপেক্ষতার নিকষ পাথরে শ্রীরূপের কবিত্ব-কৌস্তুভ দেখতে জানেন, তারাই বলতে বাধ্য হ’বেন, ত্রিভুবনে এমন কোন প্রাকৃত কবি নাই—যিনি কবিত্ব-গৌরবে শ্রীরূপের পাদুকার রেণুর সামনে দাড়াতে পারেন। শ্ৰীৰূপের কথা দূরে থাকুক, শ্রীরূপের পদরেণুর পরমাণুগণের যে অপ্রাকৃত সহজ কবিত্ব আছে, সে কবিত্ব— সে সাহিত্য ত্রিভুবনে আর কোথায়ও নেই । তাই অপ্রাকৃত কবিকুলশিখামণি শ্ৰীল রঘুনাথ দাস গোস্বামী প্রভু তার “মুক্তাচরিত”-গ্রন্থের উপসংহারে বলেছেন,—