পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢२ গৌড়ীয়-সাহিত্য আদদানস্ত,ণং দস্তৈরিদং যাচে পুনঃ পুনঃ । শ্ৰীমদ্রুপপদ্যভোজধূলিঃ স্তাং জন্মজন্মনি ॥ অধিক কি, স্বয়ং সনাতনপ্রভু বৃহদ্ভাগবতামৃত গ্রন্থের প্রারম্ভে শ্রীরূপের বন্দনা ক’রেছেন। শ্ৰীল কবিরাজ গোস্বামী র্তার মহাগ্রন্থের প্রতি পরিচ্ছেদে শ্রীরূপের নিকট কবিত্বশক্তি প্রার্থনা করছেন। গৌড়ীয়-সাহিত্যিক-শিরোভূষণ ঠাকুর মহাশয় শ্রীরূপের চরণার্চনারতি কীৰ্ত্তন ক’রেছেন,— “প্রীরূপমঞ্জরী-পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পুজন। সেই মোর প্রাণধন সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন ॥ সেই মোর রসনিপি, সেই মোর বাঞ্ছাসিদ্ধি সেই মোর বেদের ধরম। সেই ব্ৰত সেই তপ, সেই মোর মন্ত্র-জপ, সেই মোর ধরম করম ॥ অনুকুল হবে বিধি, সে পদে হইবে সিদ্ধি, নিরখিব এ দুই নয়ানে। লে রূপমাধুরীরাশি, প্রাণকুবলয় শশী, প্রফুল্লি ত হবে নিশি দিনে ॥ তুয়া অদর্শন-অহি, গরলে জারল দেহি, চিরদিন তাপিত জীবন। হাহা প্ৰভু ! কর দয়া, দেহ মোরে পদছায়া, নরোত্তম লইল শরণ ॥”