পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য ( సె রস-শিক্ষাগুরু রামরায় শ্রীরূপের কবিত্বের প্রশংসা ‘ক’রে ব’লেছিলেন,— কবিত্ব না হয় এই অমৃতের ধার। নাটক-লক্ষণ সব সিদ্ধান্তের সার ॥ প্রেম-পরিপাটী এই অদ্ভুত বর্ণন । শুনি চিত্ত-কর্ণের হয় আনন্দ-ঘূর্ণন ॥ কিং কাব্যেন কবেস্তস্য কিং কাণ্ডেন ধনুষ্মতঃ । পরস্য হৃদয়ে লগ্নং ন ঘূর্ণয়তি যচ্ছিরঃ ॥ অপরের হৃদয়লগ্ন হ’য়ে যদি তা’র মস্তকই চঞ্চল না করতে পারে, তা’ হ’লে কবির কাব্যে বা ধানুকীর ধনুতে কি প্রয়োজন ? শ্ৰীৰূপের অপ্রাকৃত কাব্য মঙ্গভাব-গম্ভীর মহানুভবগণের হৃদয়লগ্ন হ’য়ে তা”দিগকে পর্য্যস্ত ভাবচঞ্চল ক’রে দেয়। /কবিকর্ণপুরের চৈতন্যচন্দ্রোদয়নাটক গৌড়ীয়-নাটকসাহিত্যের বিজয়-স্তম্ভ । জগতে যে সকল নাট্যকলার প্রচার আছে, সকলগুলিষ্ট নূ্যনাধিক মানুষকে ইন্দ্রিয়তপণের বধ্যভূমিতে টেনে এনে হরিবৈমুখ্যের যুপকাষ্ঠে বলি দেয় ; কিন্তু কবিকর্ণপুরের চৈতন্যচন্দ্রোদয় সত্যসত্যই মানুষের চৈতন্য উদয় করায়। বাংলার ভাগ্যে এ সকল মহামরকত একদিন বিতরিত হ’লেও আমরা আমাদের ভাগ্যদোষে ঘরের জিনিষ ত্যাগ ক’রে বিদেশায় নকল কাচখণ্ড -ধন-জন-জীবন-যৌবন দিয়ে ক্রয় করছি । এ সকল নাট্য