পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয় সাহিত্য ఆసి জীব গোস্বামী প্রভূ সে-সকল উপকরণ নিয়েই ‘ষটুসন্দর্ভ’ রচনা ক’রেছেন ব’লে জানিয়েছেন,— তস্তাদ্যং গ্রন্থমালেখং ক্রান্ত-ব্যুৎক্রান্ত-খণ্ডিতম্। পৰ্য্যালোচ্যাথ পৰ্য্যায়ং কৃত্ব লিখতি জীবকঃ ॥ দেবভাষায় লিখিত মুরারি গুপ্তের কড়চা, চৈতন্তচন্দ্রোদয়’নাটক, “চৈতন্ত্য-চরিত’ মহাকাব্য, উৎকল-কবি শ্ৰীগোবিন্দদেবের ‘গৌর-কৃষ্ণোদয়’ প্রভৃতি মহাপ্রভুর চরিতগ্রন্থের মধ্যে বিশেষ প্রামাণিক । এতদ্ব্যতীত শ্রীরূপের কৃষ্ণগণোদেশ, শ্ৰীকবিকর্ণপুরের গৌরগণোদেশদীপিকা প্রভৃতিও গৌড়ীয়-চরিত-সাহিত্যের মূল্যবান উপকরণ। শ্ৰীচৈতন্য-ভাগবত . বঙ্গভাষার চরিত-সাহিত্যের মধ্যে গৌড়ের নৈমিষের ব্যাস নারায়ণী-নন্দন ঠাকুর বৃন্দাবনের ঐচৈতষ্ঠভাগবত মহাগ্রন্থটা গৌড়ীয়-সাহিত্য-সাম্রাজ্য-সিংহাসনের মহা-কোহিমুর। ঐচৈতন্ত-ভাগবতের লিখন-প্রণালী অতীব প্রাঞ্জলা ও অত্যন্ত হৃদয়গ্রাহিণী। ঠাকুর বৃন্দাবনের প্রাণময়ী ভাষার স্বচ্ছন্দ-গতি তাহার নিত্যানন্দ-সেবা-স্রোতের দ্যায়ই সরল ও মধুর। শ্ৰীনবদ্বীপের তদানীন্তন সামাজিক অবস্থা-বর্ণনে, শ্ৰীনবদ্বীপের বৈভব-বর্ণনে, ভোগিপাল, যোগিপাল ও মঙ্গীপাল প্রভৃতির গীতাদির সাহিত্যিক-স্থান-নির্দেশে তাৎকালিক ব্রাহ্মণগণের কালে ভদ্রে পুণ্ডরীকক্ষ’ প্রভৃতি নামগ্রহণ-বর্ণনে, শ্ৰীগৌর