পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপ্রণমাণিক সাহিত্য গৌড়ীয় চরিত-সাহিত্যেব নাম করে এরূপ অনেকগুলি সিদ্ধান্তবিরোধপূর্ণ এবং ঐতিহাসিক ও ভৌগোলিক সংস্থান-বিপৰ্য্যয়কারী কল্পিত পুথি অভিসন্ধিযুক্ত মতবাদিগণের দ্বারা কিছুদিন পূৰ্ব্বে রচিত হয়েছে। সে সকল সাহিত্যের প্রামাণিকতা প্রামাণিক গৌড়ীয়-বৈষ্ণবসাহিত্যিকগণ আদে স্বীকাৰ করেন নি। সংস্কৃত অদ্বৈতচরিতাদি গ্রন্থ—শ্ৰীঅদ্বৈতাচাৰ্য্য প্রভুর চরিত্র-বর্ণনার নাম ক’রে ঈশান নাগরের অদ্বৈতপ্রকাশ, হরিচরণ দাসের অদ্বৈতমঙ্গল, নরহরিদাসের অদ্বৈতবিলাস প্রভূতি যে-সকল পুথি দেখতে পাওয়া যায়, তাদের প্রামাণিকতা কত দূর, সে-বিষয় মুণী-সাহিত্যিক-সমাজের বিবেচ্য। তারপর নিত্যানন্দবংশমাল প্রভৃতি আধুনিক পুথিও ঠাকুর বৃন্দবনের নামে প্রচলিত করবার অবৈধ চেষ্টা হ’য়েছে , তা’তে যে কোন নিরপেক্ষ সাহিত্যিক ঐরুপ চেষ্টাকে কোন মতেই সমর্থন করতে পারেন না । ঐীরসিকমঙ্গল শ্ৰীল জীব গোস্বামী প্রভুপাদের শিষ্যবর শুমানন্দ প্রভূর শিষ্য শ্রীরসিকানন্দ মুরারি প্রভুর অমুগ গোপীজনবল্লভদাস রসিকমঙ্গল-নামে একটী চরিত-গ্রন্থ প্রণয়ন ক’রেছেন। শুামানন্দ প্রভুর সংক্ষেপ চরিত্র, রসিক মুরারির