পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য ク@。 ঐরুপ কিরূপ সুন্দর দুইটী নাটক লিখেছেন—“ললিতমাধব’ ও ‘বিদগ্ধমাধব’ । এই নাটক শুনে মহাপ্রভু ও রামাননা কিরূপ আনন্দ ও পরিতৃপ্তি লাভ করেছেন।” শ্ৰীল স্বরূপদামোদরের এত উপদেশ-সত্ত্বেও পূৰ্ব্ববঙ্গীয় কবির পুনঃ পুনঃ প্ররোচনায় ভগবান আচাৰ্য্য যখন স্বরূপদামোদরের নিকট আরও দু তিন দিন এসে অনেক অনুরোধ জানা’তে লাগলেন, তখনশ্ৰীস্বরূপদামোদর ভগবানআচাৰ্য্যের অনুরোধ রক্ষা করার জন্তে বল্লেন,—“বেশ, তাহলে একটা বৈষ্ণবসাহিত্য-সভার অধিবেশন হউক, সেখানে পূৰ্ব্ববঙ্গীয় কবি র্তা’র নাটক পাঠ ক’রে শুনাবেন।” নির্দিষ্ট দিনে বহুবৈষ্ণব-মণ্ডিত একটী সভায় ঐ কবি সৰ্ব্বাগ্রে তা’র নাটকের নান্দীশ্লোকটী পাঠ ক’রে গুনা’লেন। ঐ শ্লোকের কাব্য শুনে প্রায় সকলেই কবির কাব্যের প্রশংসা করতে থাকলেন, কবির কর্ণে করতালির মধুস্ৰাবী রব সুধা বর্ষণ করতে থাকূলে । নান্দীশ্লোকটর তাৎপৰ্য্য এই ছিল— ‘দারুমূৰ্ত্তি জগন্নাথ হচ্ছেন—শরীরস্বরূপ, আর চৈতন্তদেব হচ্ছেন—সেই শরীরের শরীরী। নীলাচলে এই দেহ ও দেষ্ঠীর একত্র সম্মেলন হ’য়েছে, তা’তে ক’রে দারুমূৰ্ত্তি জগন্নাথও সজীব হয়ে উঠেছেন ।” স্বরূপদামোদর কিন্তু আগাগোড়া চুপ ক’রে সব শুনছিলেন। তিনি লোকের ভোট নিয়ে কারো প্রশংসা বা নিন্দ করবার লোক ছিলেন না। তিনি নিরপেক্ষ