পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য brసా রামদাসকে আদর করেন নাই। কেননা, তাতে মুমুক্ষর গন্ধ ছিল। রসসাহিত্য-জগতে যে মহাপ্রভুর শ্ৰীম্বরূপদামোদর, শ্ৰীগদাধর পণ্ডিত গোস্বামী, শ্ৰীলোকনাথ গোস্বামী, শ্ৰীমাধবেন্দ্রপুরী, শ্রীজগদানন্দ পণ্ডিত গোস্বামী, ঐরঘুনাথ দাস গোস্বামী প্রভৃতি শ্রীরাধাগোবিন্দের লীলারস-সাম্রাজ্যের একএকজন দিকৃপাল—যে মহাপ্ৰভু ছোট-হরিদাসের বর্জনকারী,—যে মহাপ্রভুর আচার ও প্রচার--- “নিষ্কিঞ্চনস্ত ভগবদ্ভজনোমুখস্ত পারং পরং জিগমিষোৰ্ভবসাগরস্ত । সনদর্শনং বিষয়িণমথ যোষিতঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণতোইপ্যসাধু।” “যদবধি মম চেতঃ কৃষ্ণপদারবিন্দে নবনবরসধামমুদ্যতং রন্তুমাসীং । তদবধি বত নারীসঙ্গমে স্মর্য্যমাণে ভবতি মুখবিকার: মুঠুনিষ্ঠ বনঞ্চ ॥” প্রভৃতি শ্লোকে পরিস্ফুট, সেই সাহিত্য-নায়ক উন্নতোজ্জল রসের প্রচারকারী মহাপ্রভুর অমুগত-সম্প্রদায়ের সাহিত্যের নাম ক’রে কখনই কোন প্রকৃত রস বা প্রাকৃত সহজিয়ার Bogus সাহিত্য গৌড়ীয়-সাহিত্য-ভাণ্ডারে প্রবেশ লাভ করতে পারে না ।