পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । ዓግ. উহ! কতদূর বিশ্বাস্য বলা যায় না। তখন গুপ্তিপাড়া ও কালীঘাট বিদ্যমান ছিল কি না সন্দেহ । বিশ্বকোষ-সম্পাদক নগেন্দ্রনাথ বসুমহাশয় কঙ্ক গ্রাম, বটগ্রাম, কামকোটি, হরিকোট ও পঞ্চকোটকে মালদহ জেলায় স্থাপন করিয়াছেন। তিনি কোনই প্রমাণ দেন নাই। এ দিকে ঢাকা জেলার লোকে মুন্সীগঞ্জের নিকটবৰ্ত্তী পঞ্চসারগ্রামকে আদিশূরানীত পঞ্চব্রাহ্মণের বাসস্তান বলিয়া নির্দেশ করিয়া থাকে । আবার, বারেন্দ্র কুলগ্রন্থ মতে পঞ্চব্রাহ্মণ ও তদবংশীয়ের প্রায় ১২৬ বৎসর ভট্টশালী গ্রামে একত্র বাস করেন, পরে বংশবৃদ্ধি হওয়ায় নানাস্থানে ছড়াইয়া পড়েন । * 象 ভট্ট নারায়ণাদি পণ্ডিতেরা প্রগাঢ় পণ্ডিত ছিলেন । কেহ কেহ বলেন—ভট্ট নারায়ণ বেণীসংহার নাটকের প্রণেতা । আমার তাহা বোধ হয় না । উহা ভট্ট নারায়ণ সিংহ নামক কোন ব্যক্তির রচিত । বেণী-সংহারে ভট্ট নারায়ণকে ‘মৃগরাজলাঞ্ছিত, উপাধিতে বিশেষিত করা হইয়াছে । ভট্ট নারায়ণের পিতার নাম ক্ষিতীশ । “স্থক্তিকর্ণামৃতে” তদ্রচিত শ্লোক পাওয়া যায় । ব্রাহ্মণদের সঙ্গে মকরদ ঘোষ, দশরথ বসু, বিরাট গুহ, কালিদাস মিত্র, পুরুষোত্তম দন্ত এই পাঁচজন কায়স্থ আগমন করেন। কায়স্থদের কুলজী গ্রন্থে লিখিত আছে, আদিশূরের সময় সাতাইশ জন কায়স্থ

  • সম্প্রতি মালদহ নগরের মসজিদমর প্রদেশে একটা প্রস্তরময় ভগ্ন বাস্থদেব-মুৰ্ত্তি KBD BBBS BBB BBB DDD BBBBB BBBBBBB SBBBD যিগ্রহক।” এই কথাটা ক্ষোদিত আছে। এই মূৰ্ত্তি অতি ভারী ; দূরদেশ হইতে অনীত হওয়া সম্ভব নয় । ইহাতে অস্থমিত হয়, বটগ্রাম স্ববৃহৎ মালদহ নগরের দক্ষিণ বা পুৰ্ব্বদিকে ছিল । বারেন্দ্র শ্রেণীর কোন কোন কুলঞ্জ গ্রন্থে পুও বৰ্দ্ধনী নামে একটা সাবর্ণ-গোত্রীর গ্রামীণ আছে। সাবর্ণ বেদগৰ্ভকে বটগ্রাম দান করা , হইয়াছিল । ইহাতে অনুভূত হয়, বটগ্রাম পুও ৰন্ধনের অর্থাৎ আধুনিক পাওয়ার निकरः श्लि ; ऎझांब्र वडीमांन नाम यफूगॅी ।