পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ের ইতিহাস । سر ۹ গৌড়মগুলে আগমন করেন। আদিশূর র্তাহাদের বাসের জন্য ২৭ খানি গ্রাম প্রদান করেন। ঘটকদিগের গ্রন্থ ক্রমশঃ পূর্ণতা লাভ করিয়াছে যে বংশের যে খুৎ ছিল, তাহার ক্রমশঃ পূরণ করা হইয়াছে, তজষ্ঠ্য ব্রাহ্মণ কায় স্থদিগের সম্বন্ধে ঘটক কারিক গ্রন্থাবলীর উক্তিতে সম্যক্ বিশ্বাস স্থাপন করা যায় না। ব্রাহ্মণদের কুলজী গ্রন্থে আছে, আপনাদের শুএাষার জ্য ব্রাহ্মণের কায়স্থদিগকে সঙ্গে করিয়া আনেন । আমার বোধ হয়, রাজতন্ত্রের শৃঙ্খলাস্থাপনের জন্য কায়স্থদিগকে ও বৈদিক ধর্ম স্থাপনের জন্ঠ ব্রাহ্মণদিগকে আনা হইয়াছিল। রাজার নিকট সন্মান পাওয়ার আশা না থাকিলে, বোধ হয়, কায়ন্থের ব্রাহ্মণদিগের সঙ্গে আগমন করিতেন না। তাদৃশ আচার-পূত তেজৰী ব্রাহ্মণগণের পরিচর্য্যা করিয়া পথ চলিতে তঁহিদেরও আপত্তি হয় নাই । আদিশূরের পূৰ্ব্বেও এ দেশে কায়স্থ জাতির আগমন হইয়াছিল। তাহারা পরে “বাহাৰুরে কায়েত” নামে খ্যাত হয়। পূর্ববঙ্গে নিকৃষ্ট কায়স্থগণ “চৌষষ্টিযোগিনী” এই ঘৃণা স্বচক নামে আখ্যাত হন। বঙ্গদেশে শক ও নাগদিগের আধিপত্য ছিল । তাহার পরে কায়স্থদিগের সহিত মিলিত হয়। আদিশূরের সময় যে কয়েকজন কায়স্থ আসিয়া ছিলেন, তন্মধ্যে মকরন্দঘোষ স্থৰ্য্যধ্বজবংশীয়, দশরথ বসু চেদি-বংশোদ্ভব, বিরাটগুহ অগ্নিকুলোদ্ভব, কালিদাসমিত্র চন্দ্র-বংশোদ্ভব, পুরুষোত্তম দত্ত শকসেন-বংশোদ্ভব * । ইহাতে অনুমান হয় আর্য্যদিগের সঙ্গে নাগ ও শকজাতির মিশ্রণে কায়স্থ জাতির উৎপত্তি হইয়াছে । অগ্নিকুল ও শক সেন বংশ শক জাতির অন্তর্গত ছিল । আদিশূর দীর্ঘকাল রাজত্ব করেন। আদিশূরের পর ভূশুর রাজা

  • $दांनन्न भि*ः ।